Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

৫০ ওভারের ফরম্যাটে বরুণ চক্রবর্তীকে দেখে নিতে চান কোচ

 

Varun-Chakraborty

সমকালীন প্রতিবেদন : ‌টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে অন্তর্ভুক্ত করা হল তাঁকে। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁকে ৫০ ওভারের ফরম্যাটে দেখে নিতে চান। শুভমন গিল জানিয়েছেন, বরুণ এখন দলের গুরুত্বপূর্ণ সদস্য। 

প্রথমে একদিনের সিরিজের দলে ছিলেন না বরুণ। তবে হঠাৎ করেই তাঁকে নাগপুরে ডেকে পাঠানো হয়। অনুশীলনে বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থদের বিরুদ্ধে বলও করেছেন তিনি। অথচ, দলে ইতিমধ্যেই রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দরের মতো স্পিনার রয়েছেন। তাহলে কেন বরুণ? এই প্রশ্নই ঘুরছিল ক্রিকেট মহলে।

জল্পনার অবসান ঘটান সহ-অধিনায়ক শুভমন গিল। স্পষ্ট জানান, বরুণ চক্রবর্তী এখন দলের অংশ। বিসিসিআই-ও পরে আনুষ্ঠানিকভাবে তাঁর অন্তর্ভুক্তির খবর জানিয়ে দেয়। বোর্ডের এক কর্তা বলেন, ‘‘বরুণ শুধুমাত্র সাদা বলের ক্রিকেট খেলে। তাই টি-টোয়েন্টির পর একদিনের ম্যাচে ওকে দেখে নিতে চেয়েছে টিম ম্যানেজমেন্ট।’’ 

বরুণের সাম্প্রতিক পারফরম্যান্সই তাঁর বড় ভরসা। টি-টোয়েন্টি সিরিজে পাঁচ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন তিনি। একটি ম্যাচে পাঁচ উইকেটও দখল করেছেন। তাঁর এই ধারাবাহিক ফর্মই কোচ গম্ভীরকে নতুন করে ভাবাচ্ছে। কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল চূড়ান্ত হওয়ার আগেই পরিবর্তনের সুযোগ থাকছে। 

১১ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। তাই আগে থেকেই সব বিকল্প পরখ করে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। আরেকটি কারণ, বরুণের হাতে এখন কোনও খেলা নেই। ঘরোয়া সাদা বলের প্রতিযোগিতা শেষ হয়ে গেছে, তিনি লাল বলের ক্রিকেট খেলেন না। তামিলনাড়ুর হয়ে একদিনের প্রতিযোগিতায় ১৮টি উইকেট নিয়েছিলেন, সেই পারফরম্যান্সও বিবেচনায় রেখেছেন নির্বাচকরা। 

তবে দেশের হয়ে এখনও একদিনের ক্রিকেটে অভিষেক হয়নি তাঁর। তাই সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়ার আগে বরুণকে ৫০ ওভারের ফরম্যাটে দেখে নিতে চাইছে ভারতীয় দল। এবার দেখার, সুযোগ পেলে বরুণ সেই আস্থার যোগ্যতা প্রমাণ করতে পারেন কি না!‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন