Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

১৪ উইকেট নিয়ে সিরিজের সেরা হয়েছেন নাইট তারকা বরুণ চক্রবর্তী

Varun-Chakraborty

সমকালীন প্রতিবেদন : দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের চার ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে দুর্দান্ত বল করেন বরুণ চক্রবর্তী। তা সত্ত্বেও সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার হাতে ওঠেনি কেকেআর তারকার। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টি-২০ ম্যাচে আরও ভালো খেলে বরুণ ছিনিয়ে নিলেন প্লেয়ার অফ দ্য সিরিজের খেতাব। বল হাতে যেরকম ধারাবাহিকতা দেখান বরুণ, তাতে তাঁকে ছাড়া অন্য কাউকে সিরিজের সেরা বেছে নেওয়া সম্ভব ছিল না। 

রবিবার মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচেও অনবদ্য বল করেন বরুণ। তিনি ২ ওভারে ২৫ রান খরচ করে তুলে নেন একজোড়া উইকেট। ইংল্যান্ডের ক্যাপ্টেন জোস বাটলারকে আউট করেই অনবদ্য এক ব্যক্তিগত রেকর্ড গড়ে ফেলেন বরুণ। এই নিরিখে তিনি ভেঙে দেন নিজের গড়া পুরনো নজির। পরে লিয়াম লিভিংস্টোনকেও সাজঘরের পথ দেখান তিনি। 

ওয়াংখেড়েতে ২টি উইকেট নেওয়ার সুবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে বরুণের উইকেট সংখ্যা দাঁড়ায় ১৪টি। একটি দ্বিপাক্ষিক টি-২০ সিরিজে কোনও ভারতীয় বোলারদের নেওয়া সব থেকে বেশি উইকেটের সর্বকালীন রেকর্ড এটি। অর্থাৎ, ভারতের আর কোনও বোলার কখনও একটি দ্বিপাক্ষিক টি-২০ সিরিজে এত উইকেট নিতে পারেননি। 

আগের রেকর্ড ছিল বরুণ চক্রবর্তীর নামেই। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত সিরিজের চার ম্যাচে মাঠে নেমে সাকুল্যে ১২টি উইকেট দখল করেন। এতদিন সেটি ছিল একটি দ্বিপাক্ষিক টি-২০ সিরিজে কোনও ভারতীয় বোলারের নেওয়া সব থেকে বেশি উইকেটের রেকর্ড। সুতরাং, পরপর ২টি সিরিজে বল করে বরুণ একই রেকর্ড ২ বার ভাঙলেন। 

নিজের পুরনো রেকর্ডকে আরও পরিণত করলেন নাইট তারকা। বরুণ চক্রবর্তী ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ২৩ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে তিনি ৩৮ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। রাজকোটে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে বরুণ ২৪ রান খরচ করে ৫টি উইকেট দখল করেন। 

পুণের চতুর্থ টি-২০ ম্যাচে বরুণ ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট পকেটে পোরেন। এবার মুম্বইয়ে ব্রিটিশদের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে বরুণ ২৫ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন। আর তারপরেই এই অনন্য নজির গড়েন তিনি। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন