Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

দেশের ৯ শহরে ট্রফি নিয়ে দাপিয়ে বেড়াবেন নাইটরা

 

Trophy-Tour

সমকালীন প্রতিবেদন : গতবারের আইপিএল মরশুমে চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। দীর্ঘ এক দশক পর আইপিএল ট্রফি জিতেছে নাইটরা। তবে এবার চ্যাম্পিয়ন হয়ে এক বিশেষ অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছেন কেকেআর-এর প্লেয়াররা। আগে আইপিএলে এই ছবি দেখা যায়নি। আর সেটা হল ট্রফি ট্যুর। সাধারণত বিশ্বকাপের আগে ট্রফি ট্যুর হয়। এবার হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। প্রথমবারের জন্য সেই কাজ করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। 

এবার নতুন উদ্যোগ নিয়েছে নাইট শিবির। আগামী মরসুমের আগে দেশের ন’টি শহরে ট্রফি নিয়ে ঘুরবে গতবারের আইপিএল জয়ী এই দল। নিজেদের উদ্যোগের কথা জানিয়েছে কলকাতার এই দল। ১৪ ফেব্রুয়ারি শুরু ট্রফি ট্যুর। শেষ হবে ১৬ মার্চ। ২২ মার্চ থেকে শুরু আইপিএল। অসমের গুয়াহাটিতে প্রথমে যাবে আইপিএল ট্রফি। তার পরে ওড়িশার ভুবনেশ্বর, ঝাড়খণ্ডের জামশেদপুর ও রাঁচী, সিকিমের গ্যাংটক, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, বিহারের পটনা, পশ্চিমবঙ্গের দুর্গাপুর হয়ে কলকাতায় শেষ হবে ট্রফি ট্যুর। 

কেকেআর জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি গুয়াহাটি, ১৬ ফেব্রুয়ারি ভুবনেশ্বর, ২১ ফেব্রুয়ারি জামশেদপুর, ২৩ ফেব্রুয়ারি রাঁচী, ২৮ ফেব্রুয়ারি গ্যাংটক, ২ মার্চ শিলিগুড়ি, ৭ মার্চ পটনা, ৯ মার্চ দুর্গাপুর, ১২ ও ১৬ মার্চ কলকাতায় রাখা থাকবে আইপিএল ট্রফি। সেখানে সমর্থকেরা গিয়ে ট্রফি দেখতে পারবেন। পাশাপাশি, সমর্থকদের জন্য নানারকম খেলার ব্যবস্থা থাকবে। জিততে পারলে পুরস্কারও দেওয়া হবে। 

ট্রফির সঙ্গে কেকেআরের ক্রিকেটারেরা যাবেন কি না, তা অবশ্য এখনও জানানো হয়নি। গতবার আইপিএল জিতেছে কেকেআর। তৃতীয়বারের জন্য এই ট্রফি জিতেছে তারা। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে খেলতে নামবে তারা। তবে এবার কেকেআরের দলে কয়েকটি বদল হয়েছে। আইপিএলজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার এবার নেই। 

তাই, এবার নতুন অধিনায়ক ঘোষণা হবে তাদের। মনে করা হচ্ছে, ভেঙ্কটেশ আইয়ার বা অজিঙ্কা রাহানের উপর তুলে দেওয়া হবে নাইট শিবিরের ক্যাপ্টেন্সি। ইতিমধ্যে রাহানে জানিয়ে দিয়েছেন যে, তিনি দায়িত্ব নিতে তৈরি। এদিকে, ভেঙ্কটেশও নতুন দায়িত্ব নিতে তৈরি। এখন এটাই দেখার যে, কার হাতে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন