Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

বিরাটের ব্যাটিং ঝড়ে পাকিস্তানের পতন

 

The-fall-of-Pakistan

সমকালীন প্রতিবেদন : দুবাইয়ের মরুভূমির মাঝে উত্তপ্ত মহারণ। একদিকে পাকিস্তানের প্রতিশোধের তাগিদ, অন্যদিকে ভারতের গৌরব ধরে রাখার লড়াই! চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের এই মহারণে দুর্দান্ত শতরানের ইনিংস খেলে ভারতকে অবিশ্বাস্য এক জয় উপহার দিলেন বিরাট কোহলি!

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুটা ভালো হলেও ভারতের বোলিং আক্রমণের সামনে টিকতে পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। কুলদীপ-হার্দিকদের আগুন বোলিংয়ের সামনে মাত্র ২৪১ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। 

রোহিত শর্মা ও শুভমন গিল দ্রুত ফিরে যান। কিন্তু সেখান থেকেই শুরু হয় কিং কোহলির রাজত্ব! ১১১ বলে অপরাজিত ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে সহজ জয়ের পথে নিয়ে যান। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি, যার প্রতিটি স্ট্রোক যেন পাকিস্তানের বোলারদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছিল!

এদিন বিরাট কোহলি যেন পাকিস্তানের বিরুদ্ধে আরও একবার দেখিয়ে দিলেন, কেন তিনি এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান! বিশেষ করে পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ এবং পেশার হ্যারিস রউফ এর বাউন্সের বিরুদ্ধে তাঁর পরিকল্পনা ছিল স্পষ্ট। ম্যাচের আগের প্র্যাকটিসে সুইপ শটের উপর বিশেষ জোর দিয়েছিলেন তিনি এবং সেটাই কাজে লাগিয়ে পাকিস্তানি স্পিনারদের তুলোধোনা করেন মাঠে।

বিরাটের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি শ্রেয়স আইয়ারের ৬৭ রানের গুরুত্বপূর্ণ অবদান ভারতকে সহজ জয়ের পথে নিয়ে যায়। শেষ পর্যন্ত ৬ উইকেটের ব্যবধানে জয় পায় টিম ইন্ডিয়া। ভারতের এই জয়ে সেমিফাইনালের দরজাও প্রায় খুলে গেল। অন্যদিকে, পাকিস্তানের বিদায়ের ঘণ্টা বেজে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আবেগের ঝড়! আর এই ম্যাচে বিরাট কোহলির ব্যাট ক্রিকেটপ্রেমীদের হৃদয় জয় করল! মাঠে তাঁর অনবদ্য পারফরম্যান্স, প্রতিটি শটের সৌন্দর্য— সব মিলিয়ে আবারও প্রমাণিত হল, ভারত-পাকিস্তান ম্যাচের জন্য কোহলি হলেন এক বিশেষ অস্ত্র!








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন