সমকালীন প্রতিবেদন : রোহিত শর্মাকে নিয়ে নির্বাচকদের চিন্তার শেষ নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে জিতে গেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। তবে ক্যাপ্টেনকে নিয়ে চিন্তা থেকেই গেল। ভারতীয় দলের অধিনায়কের ব্যাটিং ফর্ম স্বস্তি দিল না দলকে। টেস্টের পর ওয়ানডেতেও রোহিত শর্মা ব্যর্থ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টিম ইন্ডিয়ার অস্বস্তি বাড়ল। সাত বলে দু’রান করলেন রোহিত।
সোশ্যাল মিডিয়ায় প্রবল ট্রোলিংয়ের সম্মুখীন হিটম্যান। ইংল্যান্ডের বিরুদ্ধে এই ওয়ানডে সিরিজকে চ্যাম্পিয়ন্স ট্রফির ড্রেস রিহার্সাল বলে ধরা হচ্ছে। আর সেখানে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে চিন্তা বাড়ছে। তাঁদের বৃদ্ধ সিংহ বলে কটাক্ষ করলেন অনেকেই। হাঁটুর চোটে কাবু বিরাট কোহলি নামতে পারলেন না প্রথম ওয়ানডেতে। রোহিত খেলেও রান পেলেন না।
ইংল্যান্ডকে ২৪৮ রানে আটকে দিয়েছিলেন ভারতীয় বোলাররা। ৬৮ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিল রোহিতের ভারত। চার উইকেটে জয় ভারতের। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিত শর্মা আরও দুটো ওয়ানডে ম্যাচ পাচ্ছেন। তাতেও রান না পেলে চিন্তা বাড়বে আরও। এদিন সাকিব মাহমুদের বলটা তুলে মারতে গিয়ে রোহিত ক্যাচ দেন।
আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল মাত্র ১৫ রানে আউট হন। প্রথম ওয়ানডেতে হতাশ করেননি গিল। গিল ও শ্রেয়স মিলে চাপ সামলান। শ্রেয়স আইয়ার ফেরার পরে অক্ষর প্যাটেলকে সঙ্গী করে গিল ভারতকে এগিয়ে নিয়ে যান। ৫২ রানে আদিল রাশিদের বলে বোল্ড হন অক্ষর। লোকেশ রাহুলও ব্যর্থ। শুভমন গিল দ্রুত ম্যাচ শেষ করতে গিয়ে ৮৭ রানে ফেরেন। বাকি কাজটা সারেন রবীন্দ্র জাদেজা ও হার্দিক পাণ্ডিয়া। এবার নতুন দায়িত্ব পেয়েছেন শুভমন। সেই দায়িত্বের কথাও তাঁর মুখে।
ভারতের নতুন সহ-অধিনায়ক বলেন, “ব্যাটার হিসাবে কোনও বদল হয়নি। তবে ফিল্ডিং করার সময় রোহিত ভাইকে দেখছি। ওর পরিকল্পনা শুনছি। তার পরে নিজের মতামত দিচ্ছি। রোহিত ভাই আমাকে বলেছে, কিছু মনে হলে জানাতে। আমি সেটাই করছি। রোহিত ভাই আমাকে আপন করে নিয়েছে। নতুন দায়িত্ব খুব ভাল লাগছে। আগামীদিনেও এই কাজ করতে চাই।” এখন এটাই দেখার বিষয় যে, নতুন দায়িত্বের সঙ্গে ব্যাটিংয়ের চাপ সামলে নিজেকে কতটা মেলে ধরতে পারেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন