Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

জয়ের নিরিখে একাধিক দেশকে পিছনে ফেলল টিম ইন্ডিয়া

 

Team-India

সমকালীন প্রতিবেদন : আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে বিশেষ একটি ক্ষেত্রে ভারত এক নম্বরে ছিল আগে থেকেই। তবে এবার পূর্ণ সদস্য ও সহযোগী সমস্ত দেশ মিলিয়ে একটি সর্বকালীন বিশ্বরেকর্ড নিজেদের দখলে নেয় টিম ইন্ডিয়া। বরং বলা ভালো যে, জাপানের বিশ্বরেকর্ডে ভাগ বসায় ভারতীয় দল। 

আসলে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশিবার ১০০ বা তারও বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের সর্বকালীন নজির গড়ে ভারত। টিম ইন্ডিয়া এই নিয়ে মোট ৮ বার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০ বা তারও বেশি রানের ব্যবধানে ম্যাচ জেতে। এতদিন এককভাবে এই রেকর্ড ছিল জাপানের নামে। তারাও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৮ বার ১০০ বা তারও বেশি রানের ব্যবধানে ম্যাচ জেতে।

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে এই নিরিখে ভারতের পিছনে রয়েছে জিম্বাবোয়ে। তারা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ৬ বার ১০০ বা তারও বেশি রানে ম্যাচ জেতে। যদিও জিম্বাবোয়ে বেশিরভাগ সময়ে লো প্রোফাইল দলগুলির সঙ্গে ক্রিকেট খেলে। আইসিসি মোট ১০৪টি দেশকে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার অনুমোদন দিয়েছে। 

উল্লেখযোগ্য বিষয় হল, সহযোগী দেশগুলির ক্রিকেটের মান কোনওভাবেই পূর্ণ সদস্য দেশগুলির সমান্তরালে রাখা যায় না। তাই সহযোগী দেশগুলির খেলায় একতরফা ম্যাচ জেতা নিতান্ত স্বাভাবিক বিষয়। তবে প্রথম সারির দেশগুলির খেলায় একতরফা ফলাফল দেখতে পাওয়া মুশকিল। সেই নিরিখে ভারতের এই কৃতিত্ব অত্যন্ত উল্লেখযোগ্য সন্দেহ নেই।

ভারত মোট ৮ বার ১০০ বা তারও বেশি রানের ব্যবধানে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জেতে। এরপরেই রয়েছে জাপান। তাঁরা মোট ৮ বার ১০০ বা তারও বেশি রানের ব্যবধানে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জেতে। তিন নম্বরে রয়েছে কানাডা। এই দেশের দল মোট ৭ বার ১০০ বা তারও বেশি রানের ব্যবধানে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জেতে। 

কানাডার পর উগান্ডা, যারা মোট ৬ বার ১০০ বা তারও বেশি রানের ব্যবধানে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জেতে। এরপর রয়েছে মালয়েশিয়া। তারা মোট ৬ বার ১০০ বা তারও বেশি রানের ব্যবধানে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জেতে। ষষ্ঠ স্থানে থাকা জিম্বাবোয়ে মোট ৬ বার ১০০ বা তারও বেশি রানের ব্যবধানে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জেতে। 

উল্লেখ্য, রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডকে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে ১৫০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ভারত। তার জেরেই ভারত গড়ল এই নজির। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন