Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

ট্যারো কার্ড বলে দেবে আপনার অতীত, ভবিষ্যৎ

 ‌

Tarot-cards

সমকালীন প্রতিবেদন : ‌ট্যারো কার্ড বলে দেবে ভবিষ্যৎ। কী এই ট্যারো? জানেন কিভাবে রিড করা হয় ট্যারো কার্ড? কিভাবে করবেন চর্চা? অতীতও দেখা যায়! জেনে নিলে পুরোটা আপনার কাছেও হবে জলের মতো সহজ। এই বিদ্যার খুঁটিনাটি জানুন আজকের প্রতিবেদনে। জাস্ট কয়েকটা নিয়ম জানুন! ট্যারো কার্ড রিডিং থাকবে আপনার হাতের মুঠোয়।

প্রথম যে পাঁচটা পয়েন্টে লক্ষ্য করবেন, সেগুলো হল— 

১/-আধ্যাত্মিক মনোভাব বজায় রাখুন, ধ্যান করুন।

২/-জ্ঞান চর্চার খুব প্রয়োজন।

৩/-পজিটিভিটি ধরে রাখতে হবে।

৪/-লক্ষ্যে স্থির থাকুন, শান্ত থাকুন।

৫/-শ্রদ্ধাশীল হোন

হ্যাঁ, বিশেষজ্ঞরা বলছেন এই পাঁচ নিয়ম মানলেই আপনি করতে পারবেন এই বিদ্যা চর্চা। 

এবার যেটা জানা দরকার, আসলে ট্যারো কার্ড কি? জেনে রাখুন, ট্যারো কার্ড রিডিংকে সারা পৃথিবীতে খুব উৎকৃষ্ট মানের পদ্ধতি বলে মনে করা হয়। এটা হল কোনও ব্যক্তির জীবনপথের এক রাজকীয় জার্নি। যে জার্নি চিহ্নিত হয়েছে প্রতীক মানে সিম্বল আর কিছু ছবি দিয়ে। দেখবেন ট্যারো কার্ডের নকশায় ব্যবহার করা হয় বিভিন্ন চিহ্ন, রঙ, সংখ্যা, পটভূমি এবং নানা রকম বিষয়বস্তু। প্রত্যেকটার কিন্তু নির্দিষ্ট অর্থ রয়েছে। সেই অর্থ বুঝতে পারলেই কার্ডের প্রকৃত সত্য উদ্ঘাটিত হতে পারে। 

বিশিষ্ট সব ট্যারো কার্ড রিডাররা বলছেন, ট্যারো কার্ডে মোট ৭৮টা কার্ড রয়েছে। এগুলোকে দু’টো ভাগে ভাগ করা হয়। একটি ভাগে ২২টা তাস, যাকে বলা হয় ট্রাম্প কার্ড। অন্যদিকে দ্বিতীয় ভাগে থাকে ৫৬টি কার্ড, যেগুলোকে বলা হয় লঘু আর্কানা। আসলে এই কার্ডেই লুকিয়ে জাদু। তাই খুব সাবধানে কার্ড বাছাই করুন। একজন স্পিরিচুয়াল গাইডের কাছে যান। এর পরেই এলোমেলোভাবে একটা কার্ড তুলে নিন। 

ওই কার্ডের মধ্যেই একটি মেসেজ লুকানো থাকে। সেই বার্তা পড়তে পারেন ট্যারো কার্ড রিডার। মনে রাখবেন, ট্যারো কার্ডের ছবির মানে খোঁজার মাধ্যমে বাস্তবতার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করা হয়। কিন্তু আপনি কেন একজন ট্যারো কার্ড রিডার এর কাছে যাবেন? দেখুন নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায় না, এরকম মানুষের সংখ্যা হাতে গোনা। 

সারা পৃথিবীর অনেক মানুষ বিশ্বাস করেন, কোনও না কোনও উপায়ে মানুষের অতীত বা ভবিষ্যৎ বলে দেওয়া সম্ভব। এজন্য নানারকম পদ্ধতিও রয়েছে বলে বিশ্বাস করা হয়। তেমনই একটি পদ্ধতি হল ট্যারো রিডিং। এই গণনা পদ্ধতিতে কিছু বিশেষ কার্ডের সাহায্যে যেকোনও মানুষের অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে জানা যায় বলে দাবি। এই ট্যারো কার্ড রিডিংকে আসলে ভারতে পরিচিত জ্যোতিষশাস্ত্রেরই একটা প্রকার হিসাবে বিবেচনা করা হয়।

জীবনের পথে যেকোনও বাধা বা প্রশ্নের সম্মুখীন হলে ট্যারো কার্ড রিডিং করানো যেতে পারে। তাছাড়া, কোনও মানুষের জীবনে চলার পথ কেমন হতে পারে, সেই মানুষটার ব্যক্তিগত সম্পর্ক, তার কর্মজীবন, সামাজিক চরিত্র, প্রেম, ভালবাসা, আর্থিক এবং আধ্যাত্মিকতার পথপ্রদর্শক হিসেবে কাজ করতে পারে ট্যারো কার্ড। 

হঠাৎ ভবিষ্যৎ সম্পর্কে আভাস পেতে এবং সেই অনুযায়ী নিজের সম্ভাব্য ভুলগুলো আগাম শুধরে নিতে সাহায্য করে ট্যারো কার্ড। না। শুধু ভবিষ্যৎ নয়, অতীতকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ট্যারো কার্ড। তাই, আপনিও নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানতে আগ্রহী হলে বিশিষ্ট সব ট্যারো কার্ড রিডার ও হিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন