Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

একদিনের ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন শুভমন গিল

 

Subhman-Gill

সমকালীন প্রতিবেদন : ঘরের মাঠে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। টেস্টে একাধিক লজ্জাজনক হারের পর টি-২০ ও একদিনের ক্রিকেটে ফের জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। আর ইংল্যান্ডের বিরুদ্ধে বুধবার আমেদাবাদে শতরান করেন শুভমন গিল। সেই একটি শতরানে একাধিক নজির গড়লেন তিনি। 

বুধবার শুভমনের ব্যাটে ভর করেই ভারত ৩৫৬ রান তোলে। তাঁর সঙ্গী ছিলেন বিরাট কোহলি, যিনি করেন ৫২ এবং শ্রেয়স আইয়ার, যিনি করেন ৭৮। শুভমন ১১২ রান করেন। ভারতীয় ওপেনার শতরানের সঙ্গে আর কোন কোন নজির গড়লেন বুধবার? চলুন জেনে নেওয়া যাক। এদিন একদিনের ক্রিকেটে দ্রুততম ২৫০০ রান করেন শুভমন। 

বুধবার সেই রানের মাইলফলক ছুঁতে ২৫ রান প্রয়োজন ছিল তাঁর। সেই মুহূর্ত স্মরণীয় করে রাখলেন শতরান করে। ২০১৯ সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল শুভমনের। বুধবার ছিল তাঁর ৫০তম একদিনের ম্যাচ। বিশ্বের দ্রুততম ব্যাটার হিসাবে ২৫০০ রানের গণ্ডি পার করলেন তিনি। ভেঙে দিলেন হাসিম আমলার রেকর্ড। তিনি ৫৩ ম্যাচে ২৫০০ রানের গণ্ডি পার করেছিলেন।

এছাড়াও, আমেদাবাদে সপ্তম শতরান হাঁকান শুভমন। এর আগে ভারতের হয়ে টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে এই মাঠে শতরান করেছিলেন তিনি। এবার একদিনের ক্রিকেটেও করলেন। তিন ধরনের ক্রিকেটেই একই মাঠে শতরান করার নজির খুব বেশি ব্যাটারের নেই। ফ্যাফ ডুপ্লেসি, ডেভিড ওয়ার্নার, বাবর আজম এবং কুইন্টন ডি’কক আগে এই নজির গড়েছিলেন। 

সেই তালিকায় এবার নাম উঠল শুভমনের। আইপিএলেও এই মাঠে শতরান করেছিলেন তিনি। নিজের ৫০তম ম্যাচে শতরান করে আরেকটি নজির গড়েছেন শুভমন। একদিনের ক্রিকেটে এই নিয়ে সপ্তম শতরান করলেন তিনি। এর আগে কোনও ব্যাটসম্যান একদিনের ক্রিকেটে এত কম ম্যাচ খেলে সাতটি শতরান করেননি। বুধবার ৯৫ বলে শতরান করেন তিনি। 

প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে ৫০তম ম্যাচে শতরান করলেন শুভমন। এছাড়াও ৩ ম্যাচের একদিনের সিরিজে একটি শতরান ও দুটি অর্ধশতরান করে ২৫৯ রান করে সিরিজ সেরা হয়েছেন শুভমন গিল। ৩ ম্যাচের সিরিজে ২৫০ বা তার বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকাতেও জায়গা করে নিলেন গিল। যা খুব বেশি ব্যাটসম্যানের নেই। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন