Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

শিবরাত্রিতে কাজে লাগান বেলপাতার চারটে বিশেষ টোটকা

 ‌

Special-tips-for-Shivaratri

সমকালীন প্রতিবেদন : ‌একটা বেলপাতা, শিবরাত্রিতে ঘুরিয়ে দেবে আপনার ভাগ্যের চাকা। বেলপাতার অনেক গুণ। বুঝেশুনে কাজে লাগান। শুধু ভক্তিভরে দেবাদিদেবকে ডাকাই নয়, এবার শিবরাত্রিতে করুন বেলপাতার চারটে বিশেষ টোটকা। একইসঙ্গে ওইদিন বাড়িতে লাগান এই গাছগুলোর মধ্যে যে কোনো একটা। মহাদেব সম্পর্কে বলা হয়, ‘তিনি একটি বেলপাতাতেই তুষ্ট।’ বেলপাতা ছাড়া শিবপুজোও হয় না। কিন্তু শুধু পুজোতে নয়, ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে বেলপাতা কীভাবে ব্যবহার করলে জীবনের সব সংকট দূর হবে, তাও জানুন এই প্রতিবেদন থেকে। 

শিবপুরাণ অনুসারে বেলপাতার তিনটি পাতায় মানুষের তিন গুণ অবস্থান করে। এই তিন গুণ সত্ত্ব, তমঃ রজঃ। বেলপাতার তিনটি পাতাকে ত্রিদেব, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক বলে মনে করা হয়। সেই বেলগাছে মহাদেবের বাস বলে মনে করা হয়। তাই শিবরাত্রির দিনে করুন এই কাজগুলি– 

১) মহাশিবরাত্রিতে ক্ষীর ও ঘি দিয়ে বেলগাছের পুজো করুন। এর ফলে মহাদেবের পাশাপাশি মহালক্ষ্মীরও আশীর্বাদ পাবেন। বিলাসিতার সঙ্গে জীবন কাটবে আপনার। টাকার অভাবে কখনও কোনও কাজ আটকে যাবে না। এছাড়া মহাশিবরাত্রিতে বাড়ির উত্তর-দক্ষিণ দিকে একটি বেলগাছ পুঁততেও পারেন।

২) মহাশিবরাত্রিতে মহাদেবকে নিবেদন করা বেলপাতা আলমারি বা সিন্দুকে যেখানে টাকা-পয়সা রাখেন, সেখানে রেখে দিন। তার আগে চন্দন দিয়ে এই বেলপাতার ওপর লিখুন ‘ওম নমঃ শিবায়’। এতে আর্থিক সংকট দূর হবে। কোথাও আটকে থাকা টাকাও আপনি ফেরৎ পাবেন।

৩) এছাড়াও মহাশিবরাত্রির সন্ধ্যায় বেলগাছের নীচে একটি প্রদীপ জ্বালান। সঙ্গে ফুল ও কুমকুম নিবেদন করুন। এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে। তুষ্ট হবেন মহাদেব। আপনার মনের সব ইচ্ছে পূরণ করবেন তিনি।

৪) মহাশিবরাত্রি ছাড়াও প্রতি সোমবার পাঁচটি করে বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করুন। পুজোর পরে এই বেলপাতা নিজের পার্সে রাখুন। প্রতি সোমবার এই কাজ করুন। আর আগের সপ্তাহের বেলপাতা জলে ভাসান। এতে জীবনে কখনও অর্থাভাব আসবে না।

বেলপাতার এই চারটে টোটকা ছাড়াও বিশেষ দুটো গাছ মহাশিবরাত্রিতে বাড়িতে পুঁতলে মেলে দেবকৃপা! সুখ সমৃদ্ধি থাকে তুঙ্গে।

ক) তাই মহাদেবকে পুজো করে সন্তুষ্ট করার পাশাপাশি ধুতরো গাছ রোপন করুন বাড়িতে। বাস্তুশাস্ত্র মতে বলা হয়, বাড়িতে কাঁটা যুক্ত কোনও গাছ থাকলে, তা শুভ ফল দেয় না। তবে শাস্ত্রজ্ঞরা বলছেন, শিবের প্রিয় ধুতরো গাছ যদি শিবরাত্রির দিনে বাড়িতে এনে লাগান, তাহলে তা সমৃদ্ধি দেবে। দেবে সৌভাগ্যের দিশা। 

খ) বেল, ধুতরো শুধু নয়। লাগাতে পারেন শমী গাছও। শিবপুজোর দিনে দেবতাকে দেওয়া হয় শমী গাছের পাতা। শমী গাছের বিশেষ পাতা অর্পণ করে করা হয় আদিদেবের পুজো। আর সেই আদিদেবের পুজোর জন্য যে শমী গাছ লাগে, তা বাড়িতে পুঁতলে মেলে লাভ। ফলে এই বিশেষ দিনে বাড়িতে পুঁতে ফেলতে পারেন শমী গাছ। শাস্ত্রজ্ঞরা বলছেন, এতে মেলে সুখ, সমৃদ্ধি। 

ডিসক্লেইমার : এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি ই সমকালীন।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন