Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

বাধ্য হয়ে সৌরভকে বাদ দিয়েছিল কেকেআর? ফাঁস হল সত্য ঘটনা

 

Sourabh-Ganguli

সমকালীন প্রতিবেদন : গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্সের সাথে প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বাংলার রাজপুত্র সৌরভ গাঙ্গুলির সম্পর্ক কোনও ভক্তেরই অজানা নয়। বহুবার শাহরুখ খানের দলের হয়ে মাঠে নেমেছেন গাঙ্গুলী। তবে সম্প্রতি কেকেআর-এর প্রাক্তন টিম ডিরেক্টর জয় ভট্টাচার্যের গলায় শোনা গেল সৌরভকে নিয়ে নাইট রাইডার্সের বেশ কিছু অজানা সমস্যার কথা। 

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে ২০১১ সালের আইপিএল মরসুমের স্মৃতিচারণা করেছেন জয়। সেবার সৌরভ গাঙ্গুলিকে ধরে না রাখার নেপথ্যে নাইট ফ্রাঞ্চাইজির গোপন কারণ ও যাবতীয় প্রতিক্রিয়া ফাঁস করলেন ভট্টাচার্য। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ২০১১ সালের আইপিএল মরসুমের স্মৃতিচারণা করেছেন কলকাতার প্রাক্তন টিম ডিরেক্টর জয় ভট্টাচার্য। 

তিনি বলেন, "সেবার প্রথমেই আমরা সৌরভ গাঙ্গুলির সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত নিই। মূলত বেশ কিছু কারণের জন্য তাঁকে দলে রাখা আর সম্ভব হচ্ছিল না। কে এই সিদ্ধান্ত নিয়েছেন জানতে চাইলে জয় জানান, সৌরভকে দলে ধরে না রাখার সিদ্ধান্ত কোনও একজন ব্যক্তি নেননি, এই সিদ্ধান্ত আমাদের সকলের।" 

এরপরই নাইট শিবিরে গাঙ্গুলিকে ধরে না রাখার সিদ্ধান্ত বর্ণনা করতে গিয়ে শাহরুখ প্রসঙ্গে মুখ খোলেন জয়। প্রাক্তন কেকেআর ডিরেক্টরের বক্তব্য, প্রথমদিকে দলের যাবতীয় সিদ্ধান্ত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন শাহরুখ। ২০১১ সালের আইপিএল মরসুমের দলের অন্তরে দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে নিলাম টেবিলে চূড়ান্ত হয় সৌরভ গাঙ্গুলির ভবিষ্যৎ। 

সেবার কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়ার পরই গাঙ্গুলিকে দলে টানার সুযোগ হাতছাড়া করেনি পুনে ওয়ারিয়র্স। আর এই ঘটনার পরই সৌরভকে দলে না রাখার সাহসী সিদ্ধান্ত নিয়ে কলকাতা নাইট রাইডার্সকে দুষতে থাকেন সমর্থকরা। গাঙ্গুলিকে দল থেকে বাদ দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল নাইট কর্তাদের। 

তবে শেষ লগ্নে কলকাতা নাইট রাইডার্স কর্তারা সিদ্ধান্ত নেন, দলে এমন একজন ভারতীয় খেলোয়াড়কে রাখা হবে, যিনি কলকাতার হয়ে পরবর্তী ৬ বা ৭ বছর খেলবেন। সেই সূত্র ধরেই গৌতম গম্ভীরকে দলে এনেছিল কলকাতা নাইট রাইডার্স।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন