সমকালীন প্রতিবেদন : বিগত কয়েকমাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি ভারতের তরুণ তারকা শুভমন গিল। তবে ঘরোয়া ক্রিকেটে কিছুটা হলেও পুরনো ছন্দে ফিরেছেন তিনি। পাঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে শতরান করেছেন কয়েক দিন আগেই। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করলেন শুভমন। অস্ট্রেলিয়ায় তাঁর ব্যর্থতা নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর।
তবে সেসব কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাড়তি সতর্ক তিনি। এই টুর্নামেন্টের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না শুভমন। অনুশীলনে নতুন শট খেলার চেষ্টা করতেও দেখা গিয়েছে তাঁকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবেন শুভমন।
গত সাড়ে চার মাস ধরে লাল বলের ক্রিকেট খেলা ব্যাটার সাদা বলের প্রতিযোগিতার আগে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন। তা বলে প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের সহ-অধিনায়ক নিজের ভান্ডারে নতুন অস্ত্র যোগ করছেন। শুভমনের প্রস্তুতির ভিডিয়ো সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন।
তাতে দেখা গিয়েছে ২৫ বছরের ব্যাটার টাইমিং উন্নত করার জন্য বাড়তি পরিশ্রম করছেন। রিভার্স সুইপ মারার চেষ্টাও করছেন। প্রথম কয়েকটি প্রচেষ্টা ঠিক মতো না হলেও, পরের দিকে বেশ ভাল রিভার্স সুইপ মেরেছেন শুভমন। বল তুলে শট মারার অনুশীলন করতেও দেখা গিয়েছেন শুভমনকে।
তিনি সাধারণত ওপেন করেন একদিনের ক্রিকেটে। প্রথম ১৫ ওভারের পাওয়ার প্লে যাতে আরও ভালভাবে কাজে লাগাতে পারেন, সেই চেষ্টাই করছেন শুভমন। ভারতের একদিনের দলের সহ-অধিনায়ক নেটে অনুশীলন করছেন না। মাঠের মাঝের পিচে ব্যাটিং করতে দেখা গিয়েছে তাঁকে।
মাঠের নির্দিষ্ট জায়গায় ফিল্ডারদেরও দেখা গিয়েছে। ফিল্ডারদের ফাঁক বা ফাঁকা জায়গা খুঁজে শট মারার চেষ্টা করছেন। কোনও ভুল হলে শুধরে দিচ্ছেন কোচ। ৫০ ওভারের ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুতিতে ডুবিয়ে রেখেছেন শুভমন। এখন এটাই দেখার যে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কতটা জ্বলে উঠতে পারে শুভমনের ব্যাট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন