Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

বনগাঁর কাউন্সিলরের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তুলে প্রতিবাদ মহিলার

 ‌

Sex-with-the-promise-of-marriage

সমকালীন প্রতিবেদন : ‌বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠছে। এমনকি ওই মহিলার সঙ্গে কাউন্সিলর এবং তার সহযোগীদের উত্তপ্ত বাক্য বিনিময়ের অডিও ভাইরাল হয়েছে বলে দাবি করছে বিরোধীরা। এই ঘটনাকে কেন্দ্র করে বনগাঁর রাজনীতি এখন সরগরম।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তুলে রবিবার কাউন্সিলারের বাড়িতে চড়াও হয়ে প্রতিবাদ করলেন এক মহিলা। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়। বনগাঁর ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

রাখি রায় নামে এক মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস তার সঙ্গে দীর্ঘদিন ধরে সহবাস করেছে। পরে বিয়ে করার জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকার করে। এরপরই পরিস্থিতি জটিল হতে থাকে। ওই মহিলা এরপর বনগাঁ থানায় কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। মহিলার দাবি, এই সময় কাউন্সিলর চিরঞ্জিত তার কথা মেনে নেবে বলে প্রতিশ্রুতি দিলে তিনি অভিযোগ তুলে নেন। কিন্তু তারপরেও চিরঞ্জিত তার সঙ্গে ছলনা করে যাচ্ছে বলে ওই মহিলার অভিযোগ।

রাখি রায়ের অভিযোগ, তিনি বিবাহিত। তার একটি কন্যাসন্তানও রয়েছে। তাসত্ত্বেও তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে চিরঞ্জিত। চিরঞ্জিতের কথায় ভরসা করে স্বামীর সংসার ছেড়ে চিরঞ্জিতের ঠিক করে দেওয়া একটি ভাড়াবাড়িতে মেয়েকে নিয়ে গত তিন মাস ধরে তিনি থাকতে শুরু করেন বলে ওই মহিলার দাবি।

এরপর চিরঞ্জিতকে বিয়ের জন্য চাপ দেওয়া হলে গত বেশ কিছুদিন ধরে চিরঞ্জিত আর তার সঙ্গে কোনও যোগাযোগ রাখছে না। এমনকি কোনও টাকাপয়সাও দিচ্ছে না। আত্মীয় পরিজনদের আর্থিক সহযোগিতায় কোনওরকমে তার সংসার চলছে। এই অবস্থায় তিনি বার বার চিরঞ্জিতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি বারবারই এড়িয়ে যাচ্ছেন বলে দাবি ওই মহিলার।

অবশেষে কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ তুলে, তার শাস্তির দাবি করে শনিবার রাতে এবং রবিবার দুপুরে কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের বাড়ির সামনে চড়াও হয়ে প্রতিবাদ করতে শুরু করেন ওই মহিলা। কাউন্সিলরকে ডেকে ডেকে না পেয়ে তার গেটের সামনে ক্ষোভ জানান ওই মহিলা। স্থানীয় মানুষদের কাছে বিচার প্রার্থনা করেন তিনি। খবর পেয়ে রবিবার দুপুরে বনগাঁ থানার মিলনপল্লী পার্কিং এলাকায় কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের বাড়ির সামনে গিয়ে ওই মহিলাকে সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। 

যদিও নিজের বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগ অস্বীকার করে এব্যাপারে অভিযুক্ত কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের পাল্টা অভিযোগ, ওই মহিলা বিবাহিত। মিথ্যা অভিযোগ তুলে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে ওই মহিলা। এর পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে মনে করছেন কাউন্সিলর। এব্যাপারে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন