সমকালীন প্রতিবেদন : ব্যাট তাঁর কথা শোনে। সেটা মাত্র ১৬ বছর বয়সে অভিষেক ম্যাচে হোক বা পঞ্চাশ পেরিয়ে মাস্টার্স লিগের ময়দানে। শচীন তেণ্ডুলকর ব্যাট হাতে মাঠে নামা মানেই রানের ফুলঝুরি। মঙ্গলবার ক্রিকেট ঈশ্বরের ঝোড়ো ব্যাটিংয়ের সাক্ষী থাকল নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমির মাঠ। যেখানে ইংল্যান্ড মাস্টার্সকে হেলায় হারাল ভারত।
সেই সঙ্গে আরেকবার মাস্টার্স ব্লাস্টার্সের দুর্দান্ত ব্যাটিং দেখার সুযোগ পেলেন দর্শকরা। সত্যিই এদিন অসাধারণ খেলেছেন তিনি। তাঁকে ব্যাটিং করতে দেখে বয়স বোঝা দায় হয়ে দাঁড়িয়েছিল। আসলে সম্প্রতি অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক মাস্টার্স লিগ। আর এই টুর্নামেন্টের শুরু থেকেই দুরন্ত ছন্দে ভারত। শচীন ছাড়াও বিশ্বকাপজয়ী যুবরাজ সিং, সুরেশ রায়না, ইউসুফ পাঠানরা রয়েছেন ভারতের স্কোয়াডে।
এছাড়াও আম্বাতি রায়ডু, ইরফান পাঠান, বিনয় কুমার, ধবল কুলকার্নির মতো ক্রিকেটাররাও ভারতের জার্সিতে আবার খেলছেন। টুর্নামেন্টের প্রথম ম্যাচে দাপুটে পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে হারিয়েছিল মেন ইন ব্লু। দ্বিতীয় ম্যাচেও ইংল্যান্ডকে ধরাশায়ী করলেন পবন নেগিরা। প্রথমে ব্যাট করতে নেমেছিল বিশ্বকাপজয়ী অইন মর্গ্যানের দল।
কিন্তু ওপেন করতে নেমে ব্যর্থ ইংল্যান্ড মাস্টার্সের অধিনায়ক মর্গ্যান। দলের কেউই সেভাবে ভারতীয় বোলিংয়ের মোকাবিলা করতে পারেননি। কুলকার্নি তুলে নেন তিন উইকেট, মাত্র ২১ রান দিয়ে। জোড়া উইকেট অভিমন্যু মিঠুন এবং নেগির ঝুলিতে। একটি উইকেট পেয়েছেন বিনয়ও। ভারতীয় বোলারদের দাপটে ২০ ওভারে মাত্র ১৩২ রান তোলে ইংল্যান্ড।
সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং ভারতের। ওপেনিংয়ে শচীনের সঙ্গে নেমেছিলেন গুরকিরাত সিং মান। ৩৫ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন তিনি। মাত্র ২১ বলে ৩৪ রানের ইনিংস আসে মাস্টার ব্লাস্টারের ব্যাট থেকে। ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগে টিম ব্রেসনানকে দারুণ ছক্কাও মারেন শচীন।
এছাড়াও, গোটা ইনিংসে ৫টি বাউন্ডারি মেরেছেন। শচীন আউট হয়ে যাওয়ার পরে ২৭ রানের ঝোড়ো ক্যামিও খেলেন যুবরাজ সিং। ৫০ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত। টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে শচীনরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন