Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেহওয়াগের ২৩ বছরের এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেননি

 

Sehwag-record-in-Champions-Trophy

সমকালীন প্রতিবেদন : টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত ২ বার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছে। ২০০২ সালে ভারতের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার সঙ্গে টিম ইন্ডিয়া এই টুর্নামেন্ট জয় করেছিল। এরপর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৩ সালে ভারত আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি করে। তবে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া তৃতীয়বার এই খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে। 

এই নিয়ে ভারতীয় ক্রিকেট দল অষ্টমবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নেমেছে। কিন্তু, এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ এমন একটি রেকর্ড কায়েম করেছিলেন, যা গত ২৩ বছর ধরে অক্ষুণ্ণ রয়েছে। ২০০২ সালে নজফগড়ের নবাব চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন একটি কৃতিত্ব কায়েম করেছিলেন, যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি।

২০০২ সালে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিরুদ্ধে কলম্বোয় ১০৪ বলে ১২৬ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ। এই ১২৬ রানের মধ্যে ৯০ রান তো শুধুমাত্র বাউন্ডারি থেকেই এসেছিল। তিনি ২১টি চার এবং ১টি ছক্কা হাঁকিয়েছিলেন। আর এভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে একটি ম্যাচে বাউন্ডারির দৌলতে তিনি সর্বাধিক রানের রেকর্ড কায়েম করেছিলেন। 

আর এই রেকর্ডটি আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। এবার এটাই দেখার যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেহওয়াগের এই মহারেকর্ড কেউ ভাঙতে পারেন কি না। এখন প্রশ্ন হচ্ছে যে, ভাঙলে কে ভাঙতে পারেন শেহওয়াগের এই রেকর্ড? এখানে অনেকের নাম সামনে আসতে পারে। প্রথমেই রোহিত শর্মার কথাও বলা যাক। 

একদিনের ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে একাধিক ডবল সেঞ্চুরি। ক্রিজে টিকে গেলে তিনি যে কী করতে পারেন, তা আমরা সকলেই জানি। তবে শুধু রোহিত নন, এই রেকর্ড ভাঙতে পারেন বিরাট কোহলিও। তাঁকে নিয়ে আলাদা করে বলার তো কিছুই নেই। তিনি ক্রিকেট বিশ্বে এক কিংবদন্তির আসন পেয়েছেন। তবে তরুণ শুভমন গিল কিংবা শ্রেয়স আইয়ারও এই রেকর্ড ভাঙতে পারেন। তাঁরা দুজনেই রয়েছেন আগুন ফর্মে। তবে শেষমেষ কি  বীরেন্দ্রর রেকর্ড ভাঙবে? সেটাই এখন দেখার।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন