Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

সেঞ্চুরি না করলেও পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস লিখলেন রোহিত শর্মা

 

Rohit-Sharma

সমকালীন প্রতিবেদন : দুবাইয়ের মাঠে দাপট দেখাল ভারত। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, তিন বিভাগেই পাকিস্তানকে টেক্কা দিল তারা। ম্যাচের নায়ক হয়ে উঠলেন বিরাট কোহলি। সেই কোহলি, কয়েক দিন আগেও যাঁর সমালোচনা হচ্ছিল। ব্যাটে রান ছিল না। কিন্তু পাকিস্তানকে সামনে দেখলেই যেন জ্বলে ওঠেন কোহলি। 

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে একার ব্যাটে ভারতকে জিতিয়েছিলেন। তিন বছর পর দুবাইয়ের মাঠেও সেটাই দেখা গেল। দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। কোহলির শতরানের অপেক্ষায় গোটা দেশ ছিল। কিন্তু সাজঘর ছিল নিশ্চিন্ত। পাকিস্তানকে হারিয়ে সেই কথাই বললেন রোহিত শর্মা।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ে ব্যাট হাতে খুব একটা বড় ভূমিকা রাখতে পারেনি টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ১৫ বলে ২০ রানের ইনিংস খেলেন হিটম্যান। কিন্তু আপনারা জানলে অবাক হবেন পাকিস্তানের বিরুদ্ধে ব্যক্তিগত ১ রান করতেই ৩টি বিশ্বরেকর্ড গড়েছেন রোহিত শর্মা। যা বিরাট কোহলির শতরানে কিছুটা হলেও চাপা পড়ে গিয়েছে। 

শুধুমাত্র ওপেনার হিসেবে বিশ্বের দ্রততম ৯ হাজার রানের মালিক হলেন রোহিত শর্মা। সচিন তেন্ডুলকরের ১৯৭ ইনিংসের রেকর্ড টপকে রোহিত ওপেনার হিসেবে ৯ হাজার রান করলেন ১৮১ তম ইনিংসে। এছাড়া, ভারতীয় ক্রিকেটের ইতিহাসেও দ্রুততম ওপেনার হিসেবে ৯ হাজার রানের মালিক হলেন রোহিত শর্মা। 

পাকিস্তানের বিরুদ্ধে ১ রান করতেই এই রেকর্ড গড়ে ফেলেন হিটম্যান। এছাড়া, বিশ্বের ষষ্ঠ ওপেনার হিসেবে ৯ হাজার রানের মাইলস্টোন পার করলেন রোহিত শর্মা। নাম লেখালেন সচিন তেন্ডুলকর, সনৎ জয়সূর্য, ক্রিস গেইল, অ্যাডাম গিলক্রিস্ট, সৌরভ গঙ্গোপাধ্যায়দের এলিট ক্লাবে। 

তবে রোহিতকে নিয়ে চিন্তার খবর হল যে, ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে টান ধরেছিল রোহিতের। কিছুক্ষণ মাঠে ছিলেন না তিনি। অবশ্য চিন্তার কোনও কারণ নেই। আপাতত তিনি ভাল আছেন বলে জানিয়েছেন ভারত অধিনায়ক।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন