Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

ওডিআই ক্রিকেটে সচিনকেও পিছনে ফেলেছেন রোহিত

Rohit-Sharma

সমকালীন প্রতিবেদন : সচিন তেন্ডুলকর এবং রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তির মধ্যে রয়েছে একাধিক সাদৃশ্য। মুম্বইয়ের ভূমিপুত্র এই দুই খেলোয়াড়ের ব্যাটে ভর করে কত ম্যাচ যে ভারত জিতেছে, তার হিসাব করা শক্ত। একদিনের আন্তর্জাতিকে দু’জনের নামের পাশেই রয়েছে বিধ্বংসী ওপেনারের খেতাব। গত বছরের আগস্টে শ্রীলঙ্কার সঙ্গে জাতীয় দলের জার্সিতে শেষবার ৫০ ওভারের ম্যাচ খেলেন রোহিত। সেটি ছিল তাঁর ২৬৫তম একদিনের আন্তর্জাতিক। 

সাদা বলের ক্রিকেটে ‘হিটম্যান’-এর পরিসংখ্যানের সঙ্গে ইতিমধ্যেই ‘মাস্টার ব্লাস্টার’-এর তুলনা টানা শুরু করেছে ভক্তকুল। শুধু তা-ই নয়, ওয়ান ডে ক্রিকেটে সচিনের চেয়ে রোহিতকে এগিয়ে রেখেছেন ক্রিকেট বোদ্ধাদের একাংশ। জাতীয় দলের জার্সিতে একদিনের আন্তর্জাতিকে রোহিতের অভিষেক হয় ২০০৭ সালে। অন্যদিকে, ১৯৮৯ সালে প্রথম ওডিআই খেলেন সচিন। 

জাতীয় দলের হয়ে ৭৭তম ওয়ান ডেতে প্রথম শতরান পান সচিন। কিন্তু তারপর অপ্রতিরোধ্য হয়ে ওঠেন তিনি। ক্রিকেটের এই ফরম্যাটে মোট ৪৯টি শতরান রয়েছে তাঁর। ২৬৫টি একদিনের আন্তর্জাতিকে সচিনে মোট ২৭টি শতরান করেন। তবে ওডিআইতে তাঁর করা শতরানের রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ক একদিনের আন্তর্জাতিকে এখন পর্যন্ত করেছেন ৫০টি শতরান। 

রোহিত অবশ্য জাতীয় দলের হয়ে প্রথম শতরান পান ৪৩তম ওডিআইতে। এই ফরম্যাটের ক্রিকেটে ২৬৫টি ম্যাচে তাঁর শতরানের সংখ্যা ৩১। এর মধ্যে তিনটি দ্বিশতরান রয়েছে। ওয়ান ডেতে সর্বাধিক শতরানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ‘হিটম্যান’। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একদিনের আন্তর্জাতিকে প্রথমবার দ্বিশতরান অবশ্য করেন সচিনই। 

২০১০ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০০ রানে অপরাজিত ছিলেন তিনি। ১৪৭ বল খেলে ওই রানে পৌঁছন তেন্ডুলকর। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। জাতীয় দলের জার্সিতে বিদেশের মাটিতে বড় রান করা ক্রিকেটারদের কদর সব সময়েই বেশি। এক্ষেত্রে সচিন এবং রোহিতের পারফরম্যান্স প্রায় সমান সমান বলা চলে। 

ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি, একদিনের আন্তর্জাতিকে মোট রানের নিরিখে সচিনকে পিছনে ফেলতে পারবেন না রোহিত। তবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর। ভারতের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেন তিনি।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন