Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

শিবরাত্রিতে ৪ রাশির জাতকদের জীবনে ঘটতে চলেছে দুর্লভ কাকতালীয় ঘটনা

 ‌

Rare-event-on-Mahashivaratri

সমকালীন প্রতিবেদন : ‌৬০ বছর পর মহাশিবরাত্রিতে দুর্লভ কাকতালীয় ঘটনা! ৪ রাশিতে বর্ষাবে টাকা। রাজকীয় যোগে বাধা-বিপত্তি গুড়িয়ে দেবেন মহাদেব। জাতক জাতিকাদের জীবনে ঘটবে কিরকম পরিবর্তন? যাকে বলে বাম্পার সুখ। শুধু সেই পুণ্যতিথিতে বিশেষভাবে পুজো করুন মহাদেবের। রাশির নাম সহ পুজো পদ্ধতি সবটাই থাকবে আজকের এই প্রতিবেদনে। 

২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। ১৯৬৫ সালের পর প্রথম এই বিরল যোগে শিবপুজো অত্যন্ত শুভ ফলদায়ক বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে ভগবান শিবের উপাসনা এবং রুদ্রাভিষেক করলে সমস্ত মনস্কামনা পূরণ হয়। সঙ্গে শিবের কৃপায় ভক্তদের সমস্ত কষ্ট দুঃখও দূর হয়। 

আর এবার শিবরাত্রির দিনটা আরো স্পেশাল। আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ ২৬শে ফেব্রুয়ারি, ত্রিগ্রহীর সঙ্গে, বুধাদিত্য যোগ এবং চন্দ্রের শ্রাবণ নক্ষত্রের সঙ্গম হবে। যা মহাশিবরাত্রিকে বহুগুণ বেশি ফলপ্রসূ করে তুলছে। এই দিনে জ্যোতিষশাস্ত্রে চারটি রাশির কথা বলা হয়েছে, যে রাশির জাতক জাতিকারা ভগবান শিবের আশীর্বাদপ্রাপ্ত। এর মধ্যে উল্লেখযোগ্য– 

কুম্ভ রাশি : কুম্ভ রাশিতে গঠিত ত্রিগ্রহী যোগের প্রভাবে এই রাশির সম্পত্তি, বাড়ি বা যানবাহন সম্পর্কিত সুখবৃদ্ধির সম্ভাবনা। কর্মজীবনে উন্নতির পাশাপাশি বিদেশ ভ্রমণের সুযোগ থাকছে। যে পথকে আরও বেশি প্রশস্ত করতে কুম্ভ রাশির জাতক–জাতিকারা সহজেই ভগবান শিবের পুজো করে তাকে খুশি করতে পারেন। মহাশিবরাত্রির দিন কুম্ভ রাশির জাতক–জাতিকাদের শিবলিঙ্গে জল নিবেদন করা উচিত। পাশাপাশি এই দিনে সামর্থ্য অনুযায়ী দান ধ্যান করা উচিত। মহাশিবরাত্রিতে দান করলে বহুগুণ বেশি পুণ্য লাভ হয় বলে মনে করা হয়।

সিংহ রাশি : সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়কাল আর্থিক অগ্রগতির ইঙ্গিত দেবে। আয়ের নতুন উৎস খুলতে পারে। যানবাহন বা সম্পত্তি কেনার শুভ সুযোগ আসতে পারে। এমনকি বৈবাহিক জীবনও সুখের হবে। আয়-ব্যয়ের সামঞ্জস্য ঠিক রাখতে পারবেন, ফলে সঞ্চয় বাড়বে। তবে সন্তানের শরীরের দিকে খেয়াল রাখুন।

মেষ রাশি : শিবরাত্রির পর থেকে মেষ রাশির সুদিন ফিরতে চলেছে। সমস্ত বাধা কেটে কেরিয়ারে সাফল্যের সুযোগ পাবেন। আর্থিক সমৃদ্ধি হতে পারে এই সময়। মুলতুবি থাকা কাজ হতে পারে সম্পন্ন। ব্যবসায় নতুন করে লাভ এবং সুযোগ আসতে পারে। দীর্ঘদিন কোনও বিষয় নিয়ে মানসিক সমস্যায় ভুগলে এবার তা থেকে নিষ্কৃতি পাবেন। 

মিথুন রাশি : এই রাশির জাতক-জাতিকাদের জন্যেও মহাশিবরাত্রি হবে শুভ। ব্যবসায় লাভজনক চুক্তি হতে পারে, যা দীর্ঘমেয়াদী সুবিধা দেবে। এমনকি আপনার কর্মজীবনের অগ্রগতিতেও পেতে পারেন নতুন সুযোগ।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন