Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও ঝোড়ো হাওয়া! ১৮ রাজ্যে সতর্কতা, বাংলায় কী হবে?

 ‌

Rain-with-thunderstorms

সমকালীন প্রতিবেদন : ‌গত কয়েকদিন ধরে আবহাওয়া বদলের ইঙ্গিত মিলছিল, আর সেই আশঙ্কাই সত্যি হলো। গতকাল অর্থাৎ বুধবার রাত থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। তবে এবার শুধু বৃষ্টি নয়, সঙ্গে বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া, এমনকি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে! ইতিমধ্যেই দেশের ১৮টি রাজ্যে সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। বাংলার আবহাওয়া কী বলছে? কোথায় কেমন বৃষ্টি হবে?

আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে, রাজস্থান এবং অসমে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা বৃষ্টির মূল কারণ। এর সঙ্গে উত্তর-পশ্চিম ভারতের ওপর দিয়ে বয়ে চলেছে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। অন্যদিকে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত, যার ফলে পূর্ব ভারতেও আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে পারে। সব মিলিয়ে আগামী কয়েকদিন বৃষ্টি, ঝড় ও বজ্রপাত চলতে থাকবে

২০ ফেব্রুয়ারি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের আশঙ্কাও রয়েছে। রাতের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না, তবে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন।

কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আজ ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রপাতের সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা থাকায় সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে‌।

আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিক। তবে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সারাদিন আকাশ মেঘলা থাকবে, মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

২১ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে, তবে বজ্রপাত ও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। ২২ ফেব্রুয়ারি থেকে আবারও বৃষ্টির দাপট বাড়তে পারে। সেদিন কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস রয়েছে।

২৪ ফেব্রুয়ারি থেকে বৃষ্টি কমতে শুরু করবে। ২৫ ফেব্রুয়ারি থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রিতে নামতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ২৯-৩০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।

আবহাওয়া পরিবর্তনের এই পরিস্থিতিতে বিশেষ সতর্কতা নেওয়ার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর। তাই অপ্রয়োজনে বাইরে বের না হওয়ারই পরামর্শ বিশেষজ্ঞদের!‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন