সমকালীন প্রতিবেদন : চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই শুরু ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। দেশ-বিদেশের ক্রিকেট ভক্তরা সারা বছর এই টুর্নামেন্টের অপেক্ষায় থাকেন। আগামী ২২ মার্চ থেকে আইপিএল শুরু হতে চলেছে বলেই খবর। তবে পূর্ণাঙ্গ সময়সূচি এখনও অপ্রকাশিত। আইপিএলের ১৮তম সংস্করণ শুরুর আগেই বড় ধাক্কা খেলেন ফ্যানেরা!
২০২৩ ও ২০২৪ সালে জিও সিনেমায় আইপিএল বিনামূল্যে সম্প্রচারিত হয়েছিল। পাঁচ বছরের জন্য লিগের ডিজিটাল স্বত্ব কিনেছিল আম্বানির সংস্থা। কিন্তু আর না! ভুলে যান ফ্রি-তে এই লিগ দেখার দিন। আইপিএল ম্যাচের মাত্র কয়েক মিনিটই এবার বিনা পয়সায় দেখা যাবে। ফ্রি-র মেয়াদ শেষ হওয়ার পরে ঢুকিয়ে দেওয়া হবে সাবস্ক্রিপশন পেজে! যার মানে বিনা সাবস্ক্রিপশনে দেখা যাবে না পুরো ম্যাচ!
ঘোষণা আগেই হয়ে গিয়েছিল যে, হাত মেলাচ্ছে জিও সিনেমা ও হটস্টার। অবশেষে দুই সংখ্যার মধ্যে সংযুক্তিকরণ সম্পূর্ণ হলো। ১৪ ফেব্রুয়ারি সকালে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, হটস্টার অ্যাপের নাম এবার থেকে বদলে হলো জিও হটস্টার। ১৪ তারিখ ডব্লুপিএল অর্থাৎ, ওমেন্স প্রিমিয়ার লিগ সরাসরি সম্প্রচার দিয়ে শুরু হয়েছে খেলার দুনিয়ায় জিও হটস্টারের পথচলা।
তবে শুধু খেলা হয়, এখানে বিনোদনও থাকবে। তবে এই সংযুক্তিকরণের পর ক্রীড়া সমর্থকরা দ্বিধায়। বিশেষ করে আইএসএল ও আইপিএল কি ফ্রিতে দেখানো হবে, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভায়াকম ১৮ ও স্টার ইন্ডিয়া জয়েন্ট ভেঞ্চারে নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম তৈরি করেছে। যার নাম জিওস্টার।
শুক্রবার নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিওহটস্টার চালু হয়েছে। যা জিওসিনেমা এবং ডিজনি+হটস্টারের মিশ্রণ। ২০ হাজার ৫০০ কোটি টাকায় ভায়াকম ১৮ আইপিএলের ডিজিটাল স্বত্ব কিনেছে। ওদিকে, স্টার ইন্ডিয়া টিভি স্বত্ব কিনেছে ২৩ হাজার ৫৭৫ কোটি টাকায়।
জিওস্টারে আইপিএল দেখার ন্যূনতম খরচ ১৪৯ টাকা। এই টাকায় মিলবে বেসিক প্ল্যান। তবে সেখানে কিন্তু নির্বিঘ্নে দেখা যাবে না খেলা। কারণ, বিজ্ঞাপনের উপদ্রপ ঘটবে। বিজ্ঞাপনহীন আইপিএল দেখতে খরচ করতে হবে ৪৯৯ টাকা। দুই প্ল্যানই তিন মাসের জন্য বৈধ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন