Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্য মিলবে ভারতের

Prediction-about-Champions-Trophy

সমকালীন প্রতিবেদন : ভারতীয় ক্রিকেটপ্রেমীদের চোখ এখন চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ভারত কি পারবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিরোপা জিততে? বিশেষ করে, দলের মূল বোলিং অস্ত্র জশপ্রীত বুমরাহ চোটের কারণে ছিটকে যাওয়ায় বাড়ছে উদ্বেগ। এই অবস্থায়, এক জ্যোতিষীর দাবি যেন নতুন আশার আলো দেখাচ্ছে ভারতীয় সমর্থকদের—মহম্মদ শামির হাতেই নাকি লেখা আছে ভারতের সাফল্যের ভাগ্য!

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রতিযোগিতায় মহম্মদ শামির অংশগ্রহণ থাকলেও, ভারত এখনও পর্যন্ত কোনো ট্রফি জিততে পারেনি। তবে এবার পরিস্থিতি বদলাতে পারে বলেই দাবি করেছেন জ্যোতিষী গ্রিনস্টোন লোবো। তাঁর মতে, শামির জন্মরাশিতে বিরল কিছু মহাজাগতিক সংযোগ তৈরি হয়েছে, যা তাঁকে চ্যাম্পিয়ন বোলারে পরিণত করতে পারে। 

লোবো বলছেন, "শামির জন্ম ১৯৯০ সালে, যখন প্লুটো নিজের শক্তিশালী অবস্থানে ছিল। এই গ্রহ যে কাউকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারে। নেপচুনও ওর পক্ষে কাজ করছে, যা শত্রুদের দুর্বল করে দেবে। পাশাপাশি শুক্র ও মঙ্গলের যোগ শামিকে আরও ভয়ংকর করে তুলবে।" 

লোবো আরও ব্যাখ্যা করেন, "শামির রাশিফল এমনই যে বড় প্রতিযোগিতায় ওর নাম লেখা থাকবে। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম চাবিকাঠি হল শামির পারফরম্যান্স। যদি শামি নিজের ফর্মে ফিরে আসে, তাহলে ভারতীয় দলকে কেউ রুখতে পারবে না। কিন্তু ওর ফর্ম খারাপ থাকলে ট্রফি জেতা কঠিন হবে।"

শুধু তাই নয়, লোবো জানিয়েছেন, "বুমরাহের মতো কিংবদন্তি বোলারদের সফল হওয়ার পেছনে শুক্র ও মঙ্গলের প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সংযোগ রয়েছে শামির রাশিতে, যা তাঁকে ভারতীয় ক্রিকেটের ত্রাতা বানাতে পারে।" বুমরাহের অনুপস্থিতিতে দুবাইয়ের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শামির দায়িত্ব বেড়ে গেছে। তবে ফিটনেস ঠিক থাকলেও সাম্প্রতিক সময়ে তাঁর ফর্ম নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে। 

অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বলছেন, ভারতীয় দলের সাফল্যের চাবিকাঠি শামির হাতে। আর এবার সেই কথাই যেন নিশ্চিত করলেন জ্যোতিষী লোবো! ভারতীয় সমর্থকদের এখন একটাই প্রশ্ন—লোবোর ভবিষ্যদ্বাণী কি সত্যি হবে? শামি কি বুমরাহের শূন্যস্থান পূরণ করে রোহিতদের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দেবেন? সময়ই দেবে সেই উত্তর!‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন