সমকালীন প্রতিবেদন : মূলত পাহাড়ি অঞ্চলের ফল হলেও কমলালেবুর বাগান দেখতে আর যেতে হবে না দার্জিলিং। কারণ, এখন সমতলে এই কমলালেবুর বাগান তৈরি করে ফেলেছেন এক কৃষক। তাও আবার বানিজ্যিকভাবে। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমন কান্ড ঘটিয়েছেন অশোকনগরের সেনডাঙ্গা কেওটসাহা গ্রামের কৃষক নারায়ণ মন্ডল। এখন তাঁর এই বাগান দেখতে দূরদূরান্ত থেকে মানুষজন ছুটে আসছেন অশোকনগরে।
কমলালেবু মূলত শীত প্রধান দেশে চাষ হয়। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়েছেন নারায়ণ মন্ডল। কয়েক বিঘে জমির উপর কমলালেবু ফলিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে এই মন্ডল পরিবার। বেশ কয়েক বছর ধরেই পরীক্ষামূলকভাবে কমলালেবুর চাষ করলেও, এবছর বানিজ্যিকভাবে চাষ করেছেন। আর ফলনও হয়েছে প্রচুর পরিমাণে। এমনই জানালেন নার্সারি মালিক নারায়ণ মন্ডল।
এমন সাফল্যে লাভও অনেকাংশে বেড়েছে বলেও জানালেন তিনি। তবে এতো পরিমাণ দর্শক তাঁর বাগানে হাজির হচ্ছেন এবং ইচ্ছেমতো কমলালেবু ছিড়ে নিয়ে যাচ্ছেন, তাতে সময়ের অনেক আগেই বাগানের ফলন ফুরিয়ে এসেছে। আর এই কারণে এখন অনেকটা পাহারা দেওয়ার মতো করে বাগানে বেশিক্ষণ থাকতে হচ্ছে। যদিও অনেকে বাড়ির জন্য কিনেও নিয়ে যাচ্ছেন।
ইউটিউব দেখে বাইরে থেকে এই গাছের চারা নিয়ে এসে নারায়ণবাবু পরীক্ষামূলকভাবে চাষাবাদ শুরু করলেও এখন প্রতিবছরই গাছে ফলছে ব্যাপক ফলন। আর তাই এই কমলালেবুর বাগান দেখতে ভিড় জমছে দূর-দূরান্ত থেকে আসা মানুষজনের। সোশ্যাল মিডিয়ার দৌলতে সমতলের এই কমলালেবুর বাগানের ছবি ছড়িয়ে পড়েছে চারদিকে। বাগানে এসে ঘুরে দেখার পাশাপাশি ছবিও তুলছেন সকলে।
টক মিষ্টি ধরনের এই কমলালেবু খেতেও বেশ অন্যরকম বলেই জানালেন নার্সারি মালিক। স্থানীয় হাবরা ও অশোকনগরের বাজার সহ রাজ্যের নানা প্রান্তে এই কমলালেবু পৌঁছে যাচ্ছে। আগামীদিনে এই কমলালেবুর বাগান দেখে অন্যান্য চাষীরাও লাভবান হওয়ার আশায় কমলালেবু চাষে আগ্রহ প্রকাশ করবে বলেও মনে করছেন নার্সারি মালিক নারায়ণবাবু।
এবছর প্রায় আট বিঘে জমিতে ৮-১০ রকম প্রজাতির কমলালেবু চাষ করেছেন তিনি। বর্তমানে গাছ ভরেছে কমলালেবুতে। সারাদিনই প্রায় দূর-দূরান্ত থেকে আসা মানুষের আবদার মেটাতে এখন রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সুধীর নার্সারীর মালিক নারায়ণ মন্ডলকে। এই নার্সারি থেকে চাইলে আপনিও নিয়ে যেতে পারেন কমলালেবুর চারাগাছ। সব মিলিয়ে এখন সমতলের এই কমলালেবুর বাগান রীতিমতো আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জেলার মানুষের কাছে।
তবে শুধু কমলালেবুই নয়, আগাগোড়াই একটু ভিন্ন ধরনের চাষের দিকে আগ্রহ নারায়ণ মন্ডলের। কমলালেবু ছাড়াও আপেল, ন্যাসপাতি, মুসাম্বি, আঙুরের মতো ফল চাষ করেন তিনি। তাঁর মতে, প্রচলিত ধান, গম, পাট চাষ করে এখন তেমন লাভের মুখ দেখা যায় না। তাই এই বিকল্পের ভাবনা। তাঁর এই ভাবনা যে অমুলক নয়, তা তিনি নিজেই প্রমাণ করে দিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন