সমকালীন প্রতিবেদন : দীর্ঘ এক দশক পর ট্রফির খরা কেটেছিল নাইট শিবিরে। শেষবার ২০১৪ সালে আইপিএল ট্রফি জিতেছিল কেকেআর। তারপর একাধিক অধিনায়ক বদলেও সাফল্য আসেনি। কিন্তু গত আইপিএলে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে সেই শ্রেয়সকে এবারের দলে ধরে রাখেনি কেকেআর। নিলাম থেকে তাঁকে কিনে নিয়েছে পঞ্জাব কিংস।
তাহলে শাহরুখ খান-জুহি চাওলার দলের অধিনায়ক হিসাবে দেখা যাবে কাকে? এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে। নাইট সেনাপতি হওয়ার জন্য আলোচনায় রয়েছে যে পাঁচ নাম, তাঁদের মধ্যে সকলের আগে অজিঙ্কা রাহানে। অভিজ্ঞ ক্রিকেটার মুম্বই দলের অধিনায়কত্ব করছেন ঘরোয়া ক্রিকেটে।
তবে কেউ কেউ বলছেন, রাহানেকে অধিনায়ক করার পরিকল্পনা থাকলে নিলামের দ্বিতীয় দিন তাঁকে নিত না কেকেআর। আরও আগেই দর কষাকষি শুরু হয়ে যেত। পাশাপাশি, টি-২০ ক্রিকেটে রাহানের কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে অনেকের। এদিকে, নিলামে কেকেআরের চমক ছিল ভেঙ্কটেশ আইয়ার।
২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে গতবারের চ্যাম্পিয়ন দলের সদস্যকে কিনেছে কেকেআর। তিনিই দলের সবচেয়ে দামি ক্রিকেটার। ভেঙ্কিও রয়েছেন নেতৃত্বের দৌড়ে। যদিও ঘরোয়া ক্রিকেটেও নেতৃত্ব দিতে দেখা যায় না বেঙ্কটেশকে। তাঁকে আইপিএল দলের দায়িত্ব দিলে প্রভাব পড়তে পারে পারফরম্যান্সে।
তালিকায় তৃতীয় নাম হিসেবে সুনীল নারিনকে এগিয়ে রাখছেন অনেকেই। ২০১২ সাল থেকে কেকেআরে আছেন নারিন। তিনবার চ্যাম্পিয়ন করেছেন দলকে। ব্যাটে-বলে তিনি কেকেআরের ব্রহ্মাস্ত্র। কেকেআর ফ্র্যাঞ্চাইজির দল আবু ধাবি নাইট রাইডার্সের অধিনায়ক নারিন। তিনি কেকেআরের প্রথম একাদশের নিয়মিত সদস্য।
অনেকের মতে তিনিই কেকেআরের ক্যাপ্টেন হওয়ার যোগ্যতম ক্রিকেটার। নেতৃত্বের দৌড়ে ভাসছে আন্দ্রে রাসেলের নামও। শাহরুখ খান নিজে যাঁকে ভীষণ পছন্দ করেন। ক্যারিবিয়ান অলরাউন্ডার একা হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। কেকেআরের নেতৃত্বভার উঠতে পারে তাঁর হাতেও।
তবে নারিন কিংবা রাসেল - দুজনেরই বয়স হতে পারে বাধা। কেকেআর এমন কাউকে অধিনায়ক করতে পারে, যাঁকে হয়তো আগামী ২-৩ মরশুমের জন্য ভরসা করা যাবে। আর সেক্ষেত্রে চলে আসছে রিঙ্কু সিংহের নাম। কেকেআরে খেলেই যাঁর খ্যাতি। তবে চোট-আঘাতে ভুগছেন রিঙ্কু। কবে কেকেআরের অধিনায়কের নাম ঘোষণা করা হবে, তা নিয়ে চলছে জোর চর্চা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন