Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

নামমাত্র খরচে বাড়িতেই বানিয়ে ফেলুন ভেষজ রং

 ‌‌

Making-herbal-dyes

সমকালীন প্রতিবেদন : অ্যালার্জি বা চুল উঠে যাওয়ার ভয় নেই, এবার অর্গ্যানিক রঙে রঙিন হোক আপনার বসন্ত উৎসব। সামনেই দোল। নিমিত্ত মাত্র খরচে বাড়িতেই বানিয়ে ফেলুন ভেষজ রং। কি কি উপাদান লাগবে? কিভাবে তৈরি করবেন রং? সবটাই ডিটেইলে থাকবে আজকের এই প্রতিবেদনে।

বসন্ত আসতেই প্রকৃতি তার রঙের ডালি নিয়ে হাজির। অশোক, কিংশুক, পলাশে প্রকৃতির রঙিন পশমিনার বাহার গিয়েছে খুলে। বসন্তের এমন সাজের সঙ্গে পাল্লা দিয়ে পরিবেশবান্ধব বিভিন্ন রং তৈরিতে আপনি ব্যবহার করতে পারেন রান্নাঘরের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হলুদ। এক্ষেত্রে গুঁড়ো হলুদ রং তৈরি করতে হলে দু’ভাগ হলুদের সঙ্গে চার ভাগ বেসন মিশিয়ে তৈরি করে নিন হলুদ রং। আর তরল রং তৈরি করতে হলে শুকনো গাঁদা ফুলের পাঁপড়ি গুঁড়ো করে জলে মিশিয়ে নিন।

আর লাল? যে রং সবচেয়ে বেশি আকর্ষণীয়। এক্ষেত্রে লাল চন্দনকে লাল রং হিসেবে ব্যবহার করতে পারেন। তাছাড়া লাল জবা ফুল রোদে শুকিয়ে গুঁড়ো করে নিতে পারেন। পরিমাণ বাড়াতে এতে মিশিয়ে নিতে পারেন ট্যালকম পাউডার। আর তরল লাল চাইলে, বেদানার খোসা জল ফুটিয়ে অথবা টোম্যাটো বা গাজরের রস জলে মিশিয়ে পাতলা করেও ব্যবহার করতে পারেন।

কমলা রঙেরও কম ডিমান্ড নেই। এক্ষেত্রে পলাশ ফুলের শুকনো পাঁপড়ি গুঁড়ো করে নিন। পরিমাণ বাড়াতে মিশিয়ে নিন সাদা পাউডার। আর তরল রং পেতে হলে পলাশের পাঁপড়ি জলে ফুটিয়ে নিতে পারেন। অথবা কেশর জলে ভিজিয়ে বেটে নিয়ে তৈরি করে নিতে পারেন কমলা রং। 

আরেকটা রং ছাড়া দোল উৎসব ভাবাই যায় না। গোলাপি। এর রং তৈরিটাও ভীষণ সহজ। ১-২ কেজি বিটরুট গ্রেট করে ফুটিয়ে নিন। সুন্দর গোলাপি রং পেয়ে যাবেন। এছাড়াও আধ লিটার জলে ১০-১৫টা গোলাপি পেঁয়াজের খোসা ফুটিয়ে ছেঁকে নিলেও পেয়ে যাবেন তরল গোলাপি রং।

নীল রং তৈরির পদ্ধতিও সোজা। নিয়ে‌ নেবেন‌ নীল গুলমোহর বা অপরাজিতা ফুলের পাঁপড়ি। সেগুলো শুকিয়ে গুঁড়ো করে নেবেন, আর পরিমাণ বাড়াতে মিশিয়ে নেবেন সাদা পাউডার। ও হ্যাঁ, তরল নীল রং বানাতে চাইলে ব্যবহার করতে পারেন ব্লু বেরির রস।

এবারে সবুজ রং তৈরির প্রসেসটা শেয়ার করবো এখানে। হেনা পাউডারের সঙ্গে সাদা পাউডার মেশালেই কেল্লাফতে। পেয়ে যাবেন সবুজ রং। তবে খেয়াল রাখবেন, হেনার সঙ্গে যেন আমলা মেশানো না থাকে। তাহলে সবুজের বদলে বাদামি রং পাবেন। আর তরল রং পেতে হলে নিম, ধনেপাতা, পালং বা পুদিনা বেটে জলে সিদ্ধ করেও বানাতে পারেন।

লাস্ট বাট নট দ্যা লিস্ট। বাদামি বা খয়েরী এক্ষেত্রে খুব আনকমন। কিন্তু সেটাও বানানো সম্ভব বাড়িতে। গুঁড়ো বাদামি রং পেতে চাইলে হেনা ও আমলা পাউডার মিশিয়ে নিন। অথবা গুঁড়ো কফির সঙ্গে সাদা পাউডার মিশিয়ে নিতে পারেন। আর যদি তরল রং চান তাহলে চা, কফি বা খয়ের জলে ভিজিয়ে বানিয়ে নিতে পারেন সহজেই। 

এই প্রতিবেদনে যে যে প্রসেসগুলো বলা হয়েছে, সেই সব ক্ষেত্রেই উপায় যেমন সহজ তেমনি খরচও খুব কম। অথচ চুল বা ত্বকের কোনরকম ক্ষতি হবে না এই ভেষজ রঙে।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন