সমকালীন প্রতিবেদন : চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেই বেজে যাবে আইপিএল-এর দামামা। ক্রিকেটের এই মহারণের জন্য অপেক্ষায় রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। ইতিমধ্যে ঘোষিত হয়েছে আইপিএলের পূর্ণাঙ্গ সূচি। আগামী ২২ মার্চ প্রথম ম্যাচে ইডেনে আরসিবির বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স।
গতবারের চ্যাম্পিয়ন নাইটরা আইপিএল অভিযান শুরু করছে ঘরের মাঠ থেকেই। ২০০৮ সালে প্রথম আইপিএলে মুখোমুখি হয়েছিল দুই দল। এবার ফের কেকেআর-আরসিবি লড়াই দিয়েই শুরু হচ্ছে আইপিএল। নাইটদের পরের ম্যাচ ২৬ মার্চ, রাজস্থানের বিরুদ্ধে গুয়াহাটিতে। গতবার গুয়াহাটিতে দুদলের ম্যাচ প্রবল বর্ষায় বাতিল হয়ে যায়।
৩১ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হার্দিক-রোহিতদের মুখোমুখি হবেন রিঙ্কুরা। ৩ এপ্রিল ইডেনে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে নামবে নাইট রাইডার্স। গতবার কামিন্সদের হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ফলে এবারের মোকাবিলা দেখার জন্য মুখিয়ে আছেন ক্রিকেটভক্তরা।
ঘরের মাঠে নাইটদের পরের লড়াই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ঋষভ পন্থদের সঙ্গে ম্যাচ ৬ এপ্রিল, দুপুর ৩টে ৩০ মিনিট থেকে। এরপর দুটি অ্যাওয়ে ম্যাচে ১১ এপ্রিল চেন্নাইয়ের বিরুদ্ধে ও ১৫ এপ্রিল পাঞ্জাবের বিরুদ্ধে নামবে নাইটরা। ২১ এপ্রিল গুজরাটের বিরুদ্ধে ও ২৬ এপ্রিল পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ কলকাতায়।
২৯ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে অ্যাওয়ে ম্যাচের পরই ইডেনে পর পর দুটি ম্যাচ। ৪ মে রাজস্থানের বিরুদ্ধে ও ৭ মে চেন্নাইয়ের বিরুদ্ধে। অবশ্য নাইটরা শেষ দুটি ম্যাচ খেলবে বাইরে। ১০ মে হায়দ্রাবাদ ম্যাচের পর ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শেষ হবে লিগ পর্বের অভিযান।
অর্থাৎ চেন্নাই, রাজস্থান, হায়দ্রাবাদ ও পাঞ্জাবের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে নাইটরা। অন্যদিকে মুম্বই, গুজরাট, লখনউ ও দিল্লির বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে কেকেআর। এখন এটাই দেখার যে, নতুন দল নিয়ে নাইটরা গতবারের মতো পারফরম্যান্স করতে পারে কিনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন