সমকালীন প্রতিবেদন : আইপিএল শুরু হতে আর মাত্র এক মাস বাকি! ২২ মার্চ ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে চমক দিলো গতবারের চ্যাম্পিয়নরা—এক মাস আগেই শুরু হয়ে গেল প্রস্তুতি শিবির!
মুম্বইয়ে আয়োজিত এই বিশেষ শিবিরে রয়েছেন মোট ন’জন ভারতীয় ক্রিকেটার। তার মধ্যে রিঙ্কু সিং, বেঙ্কটেশ আইয়ার, মণীশ পাণ্ডের মতো অভিজ্ঞদের পাশাপাশি রয়েছেন বেশ কয়েকজন তরুণ প্রতিভাও। রমনদীপ সিং, বৈভব অরোরা, অনুকূল রায়, অঙ্গকৃশ রঘুবংশীর মতো উদীয়মান তারকারাও জায়গা পেয়েছেন এই শিবিরে।
নতুন করে কেকেআরে যোগ দেওয়া ময়ঙ্ক মারকণ্ডে ও লভনীত সিসোদিয়াও প্রস্তুত নিজেদের সেরাটা দিতে। এবারের শিবিরে শুধু ভারতীয় ক্রিকেটাররা থাকলেও তাঁদের দেখভালের দায়িত্বে রয়েছেন কেকেআরের গুরুত্বপূর্ণ কোচিং স্টাফেরা। প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, বোলিং কোচ ভরত অরুণ, স্পিন বোলিং কোচ কার্ল ক্রো, ফিজিয়ো প্রশান্ত পনচন্দা এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ সাগর ভি-সহ পুরো দলই ক্রিকেটারদের ফিটনেস ও ফর্ম পর্যবেক্ষণ করছেন।
কোচিং স্টাফদের কড়া নজরদারিতে এই শিবির চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আইপিএল শুরুর আগে নিজেদের মধ্যে বোঝাপড়া গড়ে তোলার লক্ষ্যেই আগেভাগে এই প্রস্তুতি শুরু করেছে নাইট রাইডার্স। টুর্নামেন্টের আগে ফর্মে ফেরার এটাই সেরা সুযোগ! প্রতিটি ক্রিকেটারের পারফরম্যান্স, ফিটনেস ও মানসিক প্রস্তুতির উপর জোর দেওয়া হচ্ছে।
তিনবারের চ্যাম্পিয়ন কেকেআর এবছরও ট্রফি ধরে রাখার লক্ষ্যে যে কোনও ছাড় দিতে রাজি নয়, তা এক মাস আগেই শুরু হওয়া এই শিবিরই প্রমাণ করে দিল! তাহলে কি আবারও চ্যাম্পিয়নের মুকুট উঠবে কেকেআরের মাথায়? সময়ই দেবে তার উত্তর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন