Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

টুর্নামেন্ট শুরুর আগেই বড় হুঙ্কার নাইট শিবির থেকে

 

KKR-head-coach

সমকালীন প্রতিবেদন : আর মাসখানেকের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের মহারণ। মেগা টুর্নামেন্টের ১৮তম সংস্করণের প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু। সদ্যই আরসিবির নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন রজত পাতিদার। সেই ম্যাচের আগেই কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন চন্দ্রকান্ত পণ্ডিত। 

কেকেআরের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তিনি অধিনায়ক রজত পাতিদারের বিষয়ে অবগত, তাঁর খুঁটিনাটি, দুর্বলতা, শক্তিশালী পক্ষ, সবই জানেন। আসলে আইপিএলে কেকেআরের কোচিংয়ের দায়িত্ব পালন করলেও, পণ্ডিত আবার ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশেরও কোচ। এই দলের হয়েই খেলেন রজত পাতিদার। এই দলের অধিনায়কও বটে তিনি। অর্থাৎ আইপিএলের প্রথম ম্যাচে গুরু ও শিষ্যের টক্কর দেখা যাবে। 

সেই ম্যাচের আগেই শিষ্যকে হুঁশিয়ারি দিলেন কোচ। সম্প্রতি এক সাক্ষাৎকারে পণ্ডিত বলেন, 'ও অধিনায়ক হিসাবে নতুন হলেও, ওর দলে বিরাট কোহলির মতো তারকারা রয়েছে। ওর মধ্যপ্রদেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে, তাই আমার মনে হয় ও ভালই করবে। তবে আমাদের বিরুদ্ধে কিন্তু ওকে চাপের মুখে পড়তে হবে।' 

আরসিবি নিজেদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিয়েছে। তবে কেকেআরের তরফে এখনও নতুন মরশুমে দলের নতুন নেতার নাম জানানো হয়নি। গতবারের চ্যাম্পিয়নদের অধিনায়কের দৌড় পাতিদারেরই সতীর্থ বেঙ্কটেশ আইয়ারের নাম উঠে আসছে। দৌড়ে রয়েছেন রিঙ্কু সিংহ, সুনীল নারিন, অজিঙ্ক রাহানেরাও। 

পণ্ডিত জানান, খুব দ্রুতই নাইটদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে। উপরন্তু দলের কোন খেলোয়াড়ের ভূমিকা কী হবে, সেই বিষয়েও আসন্ন শিবিরে সিদ্ধান্ত নেওয়া হবে। 'কিছুদিনের মধ্যে আমরা আমাদের সিইও এবং কর্ণধারদের সঙ্গে আলোচনা করে অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নিয়ে নেব।'‌ 

তিনি বলেন, 'ঠিক কোন একাদশ আমাদের জন্য সেরা, দলের কম্বিনেশন কী হবে, সেটা জানতে এক, দুই ম্যাচ খেলতে হবে। তবে আসন্ন অনুশীলন শিবিরের পরেই দলে কার কী ভূমিকা হতে চলেছে, সেই বিষয়ে আমরা একটি সুস্পষ্ট ধারণা পেয়ে যাব।' এমনই জানিয়েছেন কেকেআরের খেতাবজয়ী কোচ। টুর্নামেন্ট শুরুর আগেই বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। কিন্তু ২২ গজের মহারণে কে জয়ী হয়, সেটা জানতে কিন্তু আরেকটু অপেক্ষা করতেই হবে।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন