Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ‌ভারতের সেরা ব্যাটসম্যান শিখর ধাওয়ান

India-best-batsman

সমকালীন প্রতিবেদন : বেজে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দামামা। চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হবে কোন দেশ, সেই নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহলের শেষ নেই। কিন্তু জানেন কি, এই আইসিসি টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান কে? উত্তরটা হল ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তিনি ২০০২ থেকে ২০১৩ পর্যন্ত ১৭টি ম্যাচ খেলে ৫২.৭৩ গড়ে করেছেন ৭৯১ রান। 

এমনিতে দুর্ধর্ষ ব্যাটিং এর জন্য পরিচিত ক্রিস গেইল। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান করেছেন তিনি। তাঁর সবচেয়ে স্মরণীয় ইনিংসটি ছিল ২০০৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেখানে তিনি ১৩৫ বলে ১৩৩ রান করে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিতিয়েছিলেন। 

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্যাপ্টেন মাহেলা জয়বর্ধনে। তিনি ২০০০ থেকে ২০১৩ পর্যন্ত ২২ ম্যাচে করেছেন ৭৪২ রান। বড় ম্যাচে পারফর্ম করার দক্ষতা সম্পন্ন একজন স্টাইলিশ ব্যাটসম্যান ছিলেন মাহেলা জয়বর্ধনে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনিই ছিলেন শ্রীলঙ্কার মেরুদণ্ড। 

তারপরেই ৭০১ রান করে তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের দুদ্ধর্ষ ওপেনার শিখর ধাওয়ান। তিনি ২০১৩ থেকে ২০১৭-র মধ্যে মাত্র ১০ ম্যাচ খেলে ৭৭.৮৮ গড়ে ৭০০-র বেশি রান করেছেন। তাঁর দুর্দান্ত ক্যারিয়ার শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা দিয়ে। তালিকার পরবর্তী নাম শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। 

কুমার সাঙ্গাকারা ২০০০ থেকে ২০১৩-র মধ্যে ২২টি ম্যাচ খেলে করেছেন ৬৮৩ রান। শ্রীলঙ্কার অন্যতম ব্যাটসম্যান ছিলেন সাঙ্গাকারা। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৫ বলে ১৩৪ রান করে ম্যাচে জয় এনে দিয়েছিলেন। তার পরেই রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। তিনি ১৯৯৮ থেকে ২০০৪-এর মধ্যে ১৩ টি ম্যাচে ৭৩.৮৮ গড়ে করেছেন ৬৬৫ রান। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌরভ ভারতের সেরা পারফরমারদের মধ্যে একজন। তাঁর আইকনিক ইনিংসটি ছিল ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেখানে তিনি ১৪২ বলে ১৪১ রান করে ভারতকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন। এবার কি এরকম পারফর্ম করতে পারবেন ভারতের ব্যাটসম্যানরা? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন