Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

পিছিয়ে যাচ্ছে আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ!

 IPL-schedule

সমকালীন প্রতিবেদন : ‌এগিয়ে আসছে আইপিএল। মাসাবধি ক্রিকেটের উৎসবে মেতে ওঠার জন্য তৈরি হচ্ছে ভারতের প্রতিটি শহর। সবকটি দল নিজেদের নতুন করে তৈরি করে নতুন উদ্যমে মাঠে নামতে প্রস্তুত। কিন্তু এই মুহূর্তে আইপিএল-এর সূচি নিয়ে এসে গেল বড় আপডেট। বদলে যাচ্ছে আইপিএল শুরুর দিন। ঘোষণা করা হয়েছিল ২১ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। কিন্তু তা একদিন পিছিয়ে যাচ্ছে। 

বিসিসিআই সূত্রের খবর, ২২ মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল। তবে প্রথম ম্যাচ হবে ইডেনেই। খেলবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। গত মাসে বোর্ডের তরফে রাজীব শুক্ল জানিয়েছিলেন যে, এই বছর আইপিএল ২১ মার্চ থেকে শুরু হবে। ফাইনাল হবে ২৫ মে। সম্প্রতি বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আইপিএল শুরুর দিন পিছিয়ে যাচ্ছে। 

শনিবার থেকে শুরু হবে প্রতিযোগিতা। ২১ মার্চের বদলে এক দিন পিছিয়ে ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে। দিন বদলালেও প্রথম ম্যাচের মাঠ বদলাচ্ছে না। গত বছর কেকেআর আইপিএল জিতেছিল। তাই সেই মাঠেই এবারের আইপিএলের প্রথম ম্যাচ হবে। ফাইনালও হবে ইডেনে। শুরুর দিন পিছিয়ে গেলেও এখনও পর্যন্ত যা খবর, তাতে ফাইনাল হবে ২৫ মে-ই।

গত বছর আইপিএল শুরু হয়েছিল ২২ মার্চ। এই বছরও সেই দিনেই শুরু হতে চলেছে প্রতিযোগিতা। গত বছর প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স একে অপরের মুখোমুখি হয়েছিল। আইপিএল জিতেছিল কলকাতা। এই বছর তাই প্রথম ম্যাচ ইডেনেই হবে। 

গত বছরের শেষ দিকে আইপিএলের মহা নিলাম হয়। সেখানে ১৮২ জন ক্রিকেটার কিনতে দলগুলির ৬৩৯.১৫ কোটি টাকা খরচ হয়। ১০টি দলের প্রত্যেকেই নিজেদের আসল দলটি ধরে রাখার চেষ্টা করেছে। পাশাপাশি কিছু চমকও রয়েছে। যেমন লখনউ ২৭ কোটি টাকায় কিনেছে ঋষভ পন্থকে। 

তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন। পঞ্জাব ২৬.৭৫ কোটি টাকা খরচ করেছে শ্রেয়স আইয়ারের জন্য, যিনি গত মরসুমে কলকাতাকে আইপিএল জিতিয়েছিলেন। এবার কি হয়, সেদিকেই তাকিয়ে নাইট সমর্থকরা। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন