Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

বনগাঁয় আবাস যোজনার টাকা নয়ছয় মামলার তদন্তে অসন্তোষ আদালতের

 ‌‌

Housing-scheme-money-case

সমকালীন প্রতিবেদন : আবাস যোজনার টাকা নয়ছয় মামলার তদন্তের অগ্রগতি দেখে অসন্তোষ প্রকাশ করল আদালত। মামলার তদন্তকারী অফিসার সহ পুলিশ সুপারের ভূমিকায় বিরক্তি প্রকাশ করে আদালত এই মামলার তদন্ত একজন পদস্থ পুলিশ অফিসারকে দিয়ে করানোর জন্য ডিআইজি বারাসতকে নির্দেশ দিল। পাশাপাশি, জামিন দেওয়া হল অভিযুক্ত হিসেবে ধৃত সঞ্জয় বসুকে।

পশ্চিমবঙ্গের আবাস যোজনার মতো সরকারি প্রকল্পের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগে বনগাঁর বিডিওর অভিযোগের ভিত্তিতে সম্প্রতি গ্রেপ্তার করা হয় বিডিও অফিসের চৌকিদার পদে কর্মরত কর্মী সঞ্জয় বসুকে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় আরও এক কর্মীকে।  তদন্তের স্বার্থে পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নেয়।

এই মামলার অভিযুক্ত পক্ষ অর্থাৎ সঞ্জয় বসুর আইনজীবী দীপাঞ্জয় দত্ত শনিবার জানান, বৃহস্পতিবার বনগাঁর এসিজেএম আদালতের বিচারক মামলার তদন্তের অগ্রগতি দেখে অসন্তুষ্ট। তাঁর পর্যবেক্ষণ, এত বড় দুর্নীতি শুধুমাত্র একজন চতুর্থ শ্রেণীর কর্মীর পক্ষে করা সম্ভব নয়। এর পেছনে বড় মাথা কাজ করেছে। আসল অপরাধীরা আড়ালেই রয়ে গেছে। গোপালনগর থানার তদন্তকারী অফিসার এই মামলার তদন্তের ক্ষেত্রে গাফিলতি করছেন। তিনি কি কাউকে আড়াল করার চেষ্টা করছেন?‌ প্রশ্ন তুলেছে আদালত।

আইনজীবী দীপাঞ্জয় দত্ত আরও জানান, শুধু তদন্তকারী অফিসারই নন, বনগাঁ পুলিশ জেলার সুপারকে এব্যাপারে আদালত সঠিকভাবে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। কিন্তু পুলিশ সুপার সেই নির্দেশ মানতে ব্যর্থ হয়েছেন। ফলে আদালত মনে করছে, পুলিশ সুপার আদালত অবমাননা করেছেন।

এই পরিস্থিতিতে পুলিশ সুপারের ভূমিকায় অসন্তোষপ্রকাশ করে এই মামলা যাতে সঠিক পথে এগোয়, তারজন্য বিচারক রাজ্য পুলিশের বারাসতের ডিআইজিকে নির্দেশ জারি করে জানিয়েছেন, এই মামলার তদন্ত যেন নতুন করে অন্ততপক্ষে একজন ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিককে দিয়ে করানো হয়, যাতে প্রকৃত সত্য বেরিয়ে আসে।

আদালত তার পর্যবেক্ষণে আরও জানায়, তদন্তের কাজ যেবাবে এগোচ্ছে, তাতে অভিযুক্ত সরকারি কর্মী সঞ্জয় বসুকে আপাতত আর সংশোধনাগারে আটকে রাখার কোনও প্রয়োজন নেই। আর তাই বৃহস্পতিবার তাকে বিচারক জামিনে মুক্ত করেছেন বলে আইনজীবী দীপাঞ্জয় দত্ত জানিয়েছেন। পুলিশের উচ্চ পর্যায়ের তদন্তে আসল সত্য কতটা প্রকাশ্যে আসবে, সেটাই এখন দেখার।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন