Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোবাইল রুখতে এবার কঠোর ব্যবস্থা

 ‌

H.S-Exam

সমকালীন প্রতিবেদন : ‌উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে এবার আরও কঠোর হতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা চলাকালীন মোবাইল বা অন্য ইলেকট্রনিক গ্যাজেট সঙ্গে নিয়ে ধরা পড়লে সেই পরীক্ষার্থীর পুরো পরীক্ষা বাতিল হবে। প্রশ্নফাঁস রুখতে এবছর নতুন প্রযুক্তির ব্যবহারও শুরু করেছে সংসদ।

একই সঙ্গে, পরীক্ষা চলাকালীন টোকাটুকির দায়ে পরীক্ষার্থীকে পরীক্ষার বাইরে করে দেওয়া হবে, এমন কড়া নির্দেশিকা জারি করেছে সংসদ। পরীক্ষার নিয়মে এমন কড়া ব্যবস্থা আরও কঠিন পরিস্থিতি তৈরির আশঙ্কা কাটাতে সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ৩ মার্চ থেকে শুরু হতে চলেছে এই পরীক্ষা, যা চলবে ১৮ মার্চ পর্যন্ত।

এছাড়াও, পরীক্ষার্থীদের মধ্যে যাতে কোনও ধরনের অসদুপায় অবলম্বন না হয়, সে জন্য পর্যবেক্ষকদের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রতি ২৫ জন পরীক্ষার্থীকে নজরে রাখতে একজন পর্যবেক্ষক থাকবেন। এছাড়া, প্রশ্নপত্র খোলার আগে অবশ্যই পরীক্ষার্থীদের সামনে তা খোলার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের প্রশ্নফাঁসের ঘটনা ঘটতে না পারে।

উচ্চমাধ্যমিক পরীক্ষা স্বচ্ছভাবে পরিচালনার জন্য, এবার পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনো অবাঞ্ছিত ব্যক্তি প্রবেশ করতে পারবেন না। অন্যান্যবারের মতো এবারেও পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি ফোটোকপির দোকান বন্ধ রাখতে হবে। এমনকি, মাইক বাজানোও নিষিদ্ধ।

সিবিএসই ইতিমধ্যে ঘোষণা করেছে, মোবাইল নিয়ে ধরা পড়লে ওই পরীক্ষার্থী পরবর্তী বছরও পরীক্ষা দিতে পারবেন না। এখন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও একই পথে হাঁটছে। ফলে এবছর আরও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন