Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

পেট্রাপোল ল্যান্ড পোর্টে চাকরির নামে প্রতারণা, ধৃত যুবক

 ‌

Fraud-in-the-name-of-employment

সমকালীন প্রতিবেদন : ‌কেন্দ্রীয় সংস্থায় চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম সুব্রত মন্ডল ওরফে শুভ। বাড়ি বনগাঁ থানার প্রতাপগড় এলাকায়। ধৃতকে বুধবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ায় সিকিউরিটি গার্ডের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সুব্রত বহু যুবকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছে। এমনকি অনেকেই ভুয়ো নিয়োগপত্র দিয়েছে। এই ধরনের অভিযোগ পেয়ে দিন কয়েক আগে বনগাঁ থানার পুলিশ তাকে প্রতাপগড়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

ওই সময় তাকে বনগাঁ আদালতে তোলা হয়। পুলিশের আবেদন মেনে বিচারক তাকে ৩ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। বনগাঁ পুলিশ জেলার সুপারের নির্দেশে এই মামলার তদন্তের ভার নেন গাইঘাটার সার্কেল ইন্সপেক্টর। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি থেকে উদ্ধার হয় বহু ভুয়ো নিয়োগপত্র এবং সংশ্লিষ্ট জাল নথি।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে যে, পেট্রাপোল ল্যান্ড পোর্টে চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হবে। আর এই খবর ছড়িয়ে যায় বিভিন্ন মহলে। এই সুযোগগেই কাজে লাগায় সুব্রত মন্ডলদের মতো জালিয়াতরা। তারা এরপর ময়দানে নেমে পড়ে। বিভিন্ন বেকার যুবকদের কেন্দ্রীয় সংস্থায় চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা তুলতে শুরু করে।

আর এভাবেই সুব্রত মন্ডল বহু যুবকের কাছ থেকে টাকা তুলেছে। পুলিশের কাছে আপাতত যা হিসেব, তাতে সুব্রত মন্ডল চাকরি দেওয়ার নাম করে প্রায় ৫০ লক্ষ টাকা তুলেছে। অনেককে ভুয়ো নিয়োগপত্রও দিয়েছে। সেই নিযোগপত্র নিয়ে কাজে যোগ দিতে গিয়ে আসল সত্য বেরিয়ে এসেছে। এই প্রতারনাচক্রে আর কারা কারা জড়িত, পুলিশ তা জানার চেষ্টা করছে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন