Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

বনগাঁ হাইস্কুলের উদ্যোগে অভিনব খাদ্যমেলায় ২০ টাকায় ফ্রায়েড রাইস–চিলি চিকেন‌

 

Food-fair

সমকালীন প্রতিবেদন : ফ্রায়েড রাইস–চিলি চিকেন থেকে চিকেন বিরিয়ানি, পোলাও–পনির থেকে দই বড়া–ইডলি, খিঁচুড়ি, মটরশুটির কচুরি এমনকি নানা পদের পিঠেপুলি, পেস্ট্রি। পাশাপাশি গরম গরম ভেজে দেওয়া হচ্ছে চিকেন সাটে, ফিসফ্রাই– কি নেই এই খাদ্যমেলায়। আর দাম? ‌জিভে জল আনা এইসব খাদ্য খাবার মিলছিল মাত্র ১০ টাকা থেকে ৩০ টাকার মধ্যে। 

ভাবছেন, ভুল বকছি। আরে না না। এটাই বাস্তব। মঙ্গলবার এমনই এক অভিনব খাদ্যমেলার আয়োজন হয়েছিল বনগাঁ উচ্চ বিদ্যালয়ে। পড়াশোনার পাশাপাশি স্কুলে ছাত্রদের উৎসাহিত করতে এই বছরই প্রথম খাদ্যমেলার আয়োজন করেছিল স্কুল কর্তৃপক্ষ। সেখানে ছাত্ররা অভিভাবকদের সহযোগি তায় খাদ্যদ্রব্য বানিয়ে এনে স্কুল গ্রাউন্ডের স্টলে বসে নামমাত্র দামে বিক্রি করবে, এটাই ছিল মূল আয়োজন। 

কিন্তু সেটা যে প্রথমবারেই এমন হিট করবে, তা অনেকেই ভাবতে পারেন নি। এদিন দুপুর ১২টা নাগাদ স্কুলের শিক্ষক–শিক্ষিকাদের সঙ্গে নিয়ে ফিঁতে কেটে এই খাদ্যমেলার উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক কুনাল দে। আর তারপরেই শুরু হয় খাদ্যদ্রব্য বিক্রির কাজ। এক ঘন্টা কাটতে না কাটতেই অধিকাংশ স্টলের খাদ্যই শেষ হয়ে যায়। 

ফলে একটু পরের দিকে অনুষ্ঠানে আসা, এমনকি অনুষ্ঠানে উপস্থিত থাকা অনেকেই শেষপর্যন্ত অনেক আইটেমই চেখে দেখার সুযোগ পান নি। এমন অভূতপূর্ব সাড়া পেয়ে আপ্লুত খাদ্যমেলায় অংশ নেওয়া ছাত্র এমনকি অভিভাবকেরাও। এই খাদ্যমেলায় মোট ৪৬ টি টেবিল বসানো হয়েছিল, যেখানে ৬০ টিরও বেশি আইটেম ছিল। 

আর তাতে অংশ নিয়েছিল স্কুলের বিভিন্ন ক্লাসের শতাধিক ছাত্র। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে খাদ্যমেলা এবছরই নতুন সংযোজন। আর প্রথমবারেই এমন সাড়া মেলায় খুশি স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। স্কুলের পাঠক্রমের অংশ হিসেবে এখন থেকে প্রতি বছর এমন খাদ্যমেলার আয়োজন করা হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন