Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

ছয়ঘরিয়া এলাকায় জীবিত ব্যক্তিকে মৃত বানিয়ে জমি হাতানোর চেষ্টা

 

Fake-inheritance-certificate

সমকালীন প্রতিবেদন : ‌সম্পত্তির লোভে জীবিত ব্যক্তিকে মৃত বানিয়ে জালিয়াতি করার চক্রান্তকে রুখে দিলেন পঞ্চায়েত প্রধান। জাল ওয়ারিশান সার্টিফিকেট তৈরি করে এই কান্ড ঘটানো হয়েছিল। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পেট্রাপোল থানা এলাকায়।

জানা গেছে, পেট্রাপোল থানার ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতে জমি আত্মসাতের এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক ব্যক্তিকে মৃত দেখিয়ে জাল ওয়ারিশান সার্টিফিকেট তৈরি করে জমি দখলের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে, তদন্তে নেমেছে প্রশাসন।

নরহরিপুর এলাকার বাসিন্দা শংকর বিশ্বাসের জয়ন্তপুরে ৩০ শতক জমি রয়েছে। সম্প্রতি তিনি জানতে পারেন, স্থানীয় কানাই সরকার নামে এক ব্যক্তি তার জমির রেকর্ড নিজের নামে করানোর চেষ্টা করছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি বিএলআরও অফিসে যান। সেখানে গিয়ে দেখেন, পঞ্চায়েত থেকে তার নামে ওয়ারিশান সার্টিফিকেট বের করা হয়েছে, যেখানে তাকে ১৯৮৫ সালে মৃত দেখানো হয়েছে এবং অন্য কয়েকজনকে তার সম্পত্তির ওয়ারিশান করা হয়েছে।

বিষয়টি জানার পর শংকর বিশ্বাস সঙ্গে সঙ্গে ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতে লিখিত অভিযোগ জানান। তিনি বলেন, 'আমি জীবিত থাকা সত্ত্বেও আমাকে কাগজে মৃত দেখিয়ে জমি দখলের চেষ্টা করা হয়েছে। মিথ্যা নথি বের করে এই কান্ড ঘটানো হয়েছে। এটি একটি বড় ধরনের প্রতারণা।'‌

ঘটনার পর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রসেনজিৎ ঘোষ জানান, 'শংকর বিশ্বাস অভিযোগ জানিয়েছিলেন, আমরা খতিয়ে দেখি ওয়ারিশান সার্টিফিকেটটি জাল। এটি পঞ্চায়েতের নথির সঙ্গে মেলে না। আর তারপর থানায় অভিযোগ জানানো হয়েছে।'‌

পুলিশ জানিয়েছে, জমি জালিয়াতির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।‌ উল্লেখ্য, জাল ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডের পর পঞ্চায়েত প্রধানের নামে জাল ওয়ারিশান সার্টিফিকেট বের করে জমি হাতানোর এই কান্ডে যথেষ্ট সোরগোল পড়েছে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন