সমকালীন প্রতিবেদন : নিয়ম কড়াকড়ি করার ফল, ঘরোয়া ক্রিকেট থেকে এক অভিজ্ঞ সুপারস্টারকে হারাল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইসিবি বিদেশি টি-২০ লিগে খেলার জন্য ক্রিকেটারদের নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার নিয়মে বদল আনতেই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটকে কার্যত বিদায় জানালেন অ্যালেক্স হেলস, যিনি এই মুহূর্তে টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী।
আসলে নাইট রাইডার্সের হয়ে দু'টি টুর্নামেন্টে মাঠে নামার জন্য ইংল্যান্ডের ২টি ঘরোয়া লিগ টি-২০ ব্লাস্ট ও দ্য হান্ড্রেডে না খেলার সিদ্ধান্ত নেন অ্যালেক্স হেলস। কেননা, ইল্যান্ডের এই ২টি টুর্নামেন্টের সঙ্গে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ ও মেজর লিগ ক্রিকেটের সূচির সংঘাত দেখা দিতে পারে। হেলস ত্রিনবাগো নাইট রাইডার্স ও লস অঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে মাঠে নামাকেই প্রাধান্য দেন এক্ষেত্রে।
৩৬ বছর বয়সী অ্যালেক্স হেলস ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তবে সারা বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ান তিনি। ২০০৮ সাল থেকে নটিংহ্যামশায়ারের হয়ে মাঠে নামছেন হেলস। সেই নিরিখে ট্রেন্ট ব্রিজকেই নিজের ঘরের মাঠ বলেন অ্যালেক্স। তবে এবার আর নটিংহ্যামশায়ারে না ফেরার সিদ্ধান্ত নেন তিনি। খেলবেন না ট্রেন্ট রকেটসের হয়েও।
গত বছর টি-২০ ব্লাস্টে নটিংহ্যামশায়ারের ১৪টি লিগ ম্যাচের মধ্যে ৬টিতে মাঠে নামতে পারেননি অ্যালেক্স হেলস। তিনি সেই সময় লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যস্ত ছিলেন। তবে ইসিবি এবার নিয়ম কড়াকড়ি করে। ফলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে হলে একই সময়ে বিদেশি লিগে মাঠে নামার কোনও উপায় থাকছে না।
সেই কারণেই হেলস ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের তুলনায় প্রাধান্য দেন বিদেশি লিগকেই। হেলস নাইট রাইডার্সের হয়ে মাঠে নামা ছাড়াও লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলতে চাইছেন। তিনি মাঠে নামতে পারেন ইউরোপীয়ান টি-২০ প্রিমিয়র লিগেও। অ্যালেক্স হেলস ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ ফর্ম্যাটে সব থেকে বেশি রান করা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।
তিনি এখনও পর্যন্ত ৪৯৪টি টি-২০ ম্যাচে মাঠে নেমে সাকুল্যে ১৩৬১০ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৭টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ৮৫টি। একমাত্র ক্রিস গেইল টি-২০ ক্রিকেটে হেলসের থেকে বেশি রান করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন