সমকালীন প্রতিবেদন : ভারতে পড়তে আসা এক বাংলাদেসী ছাত্রের কাছ থেকে ডলার ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম আপন মন্ডল। বাড়ি পেট্রাপোল থানা এলাকায়। ধৃতকে মঙ্গলবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, স্টুডেন্ট ভিসা নিয়ে ভারতে পড়াশোনা করতে এসেছিলেন বাংলাদেশের যুবক অমিত মুখার্জী। তিনি শিবাজি ইউনিভার্সিটি নামে ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে গবেষনার কাজ শেষ করে গত ৯ ফেব্রুয়ারী বাংলাদেশে নিজের বাড়িতে ফিরে যাচ্ছিলেন।
কিন্তু পেট্রাপোল সীমান্তে আসার পড়ে তিনি এক ছিনতাইবাজের কবলে পড়েন। ওই বাংলাদেশী ছাত্রের কাছে ৩০০ মার্কিন ডলার ছিল। আপন মন্ডল নামে ওই ছিনতাইকারী নিজেকে বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রের কর্মী হিসেবে পরিচয় দিয়ে ওই ছাত্রের টাকা ভাঙানোর নাম করে একটি নির্জন জায়গায় নিয়ে যায়।
এরপর সরল বিশ্বাসে ওই ডলারগুলি আপন মন্ডল নামের ওই ছেলেটির হাতে দিতেই সে সেগুলি একপ্রকার ছিনতাই করে পালিয়ে যায়। এই ঘটনায় হকচকিয়ে যান ওই বাংলাদেশী ছাত্র। এরপর তিনি পেট্রাপোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সোমবার রাতে আপন মন্ডলকে গ্রেপ্তার করে পেট্রাপোল থানার পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন