সমকালীন প্রতিবেদন : দীঘার অন্যতম আকর্ষণ ‘ঢেউ সাগর’ অ্যামিউজমেন্ট পার্ক ভেঙে ফেলতে হবে! জাতীয় পরিবেশ আদালত (এনজিটি)-এর পূর্বাঞ্চলীয় বেঞ্চ এমনই কড়া নির্দেশ দিল। অভিযোগ, এই পার্ক তৈরির ক্ষেত্রে উপকূলীয় নিয়ন্ত্রণ এলাকা আইনের নিয়ম লঙ্ঘন করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই নির্দেশিকার পরে পর্যটকদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে।
এই একই কারণে এর আগে মন্দারমণির শতাধিক হোটেল ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘ঢেউ সাগর’-ও গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ এল। পরিবেশকর্মী সুভাষ দত্ত এনজিটি-তে অভিযোগ দায়ের করেন যে, ‘ঢেউ সাগর’ নির্মাণের সময় উপকূলীয় পরিবেশ সুরক্ষা বিধি লঙ্ঘন করা হয়েছে।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এনজিটি সুপ্রিম কোর্টের তিনটি পূর্ববর্তী রায়ের উদাহরণ দিয়ে জানায়, যেখানে স্থানীয় প্রশাসন আইন লঙ্ঘন করে নির্মাণের অনুমতি দিয়েছিল, সেখানেই আদালত কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এবারও তার ব্যতিক্রম হলো না।
এনজিটি নির্দেশ দিয়েছে, আগামী তিন মাসের মধ্যে পার্কটি ভেঙে ফেলে জায়গাটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। তবে প্রশাসন সূত্রে খবর, রাজ্য সরকার এই সিদ্ধান্ত মানতে নারাজ এবং উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করবে।
দীঘার যাত্রানালা অঞ্চলে একসময় ছিল ভাগাড়। ২০১৯ সালের ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’-এ মুখ্যমন্ত্রী সেখানে থিম পার্ক গড়ার পরিকল্পনা করেন এবং নতুন নাম দেন ‘ঢেউ সাগর’। ২০২০ সালে করোনার পরে কাজ শুরু হয়। সমুদ্রের ধারে এই থিম পার্কে রয়েছে নানা রাইড, বিনোদনের ব্যবস্থা, সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান, যা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল।
এখন এনজিটির নির্দেশে এই পার্কের ভবিষ্যৎ অনিশ্চিত। তবে রাজ্য সরকার আদালতের রায় চ্যালেঞ্জ করায় আপাতত পর্যটকদের জন্য পার্কটি খোলা থাকবে কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন