Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

গাইঘাটায় দুটি পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতী এবং দুই বাংলাদেশি ধৃত

Criminal-arrested

সমকালীন প্রতিবেদন : ‌চোরাপথে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টার সময় ২ বাংলাদেশিকে হাতে-নাতে পাকরাও করলো বিএসএফ। মঙ্গলবার সন্ধ্যায় গাইঘাটা থানার আংরাইল সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। ধৃতদের নাম বিলাল সেখ এবং সোহেল রানা। তাদের বাড়ি বাংলাদেশের যশোর জেলায় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, তারা বেশ কিছুদিন আগে চোরাপথেই ভারতে প্রবেশ করেছিল। এখানকার কাজ মিটিয়ে ফের চোরাপথেই বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। কী কারণে তারা এদেশে এসেছিল এবং তাদের সঙ্গে কোনও পাচার বা অপরাধ চক্রের যোগাযোগ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতদেরকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। ধৃতদের নাম সুমন সরকার ওরফে পিন্টু এবং শুভঙ্কর মিশ্র। ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগণার সোদপুর ও খড়দা থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে গাইঘাটা থানার জামদানি এলাকা থেকে ওই দুই যুবককে অস্ত্রসহ হাতেনাতে ধরা হয়। 

ধৃতদের কাছ থেকে একটি দেশি পাইপগান এবং চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। বুধবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। ধৃতরা এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কি উদ্দেশ্যে তা সংগ্রহ করেছিল, পুলিশ তা খতিয়ে দেখছে। জেলার অন্য দুই থানা এলাকা থেকে তারা কেন গাইঘাটা থানা এলাকায় এসেছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।

এদিকে, বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা প্রশাসনের কাছে নতুন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কীভাবে এত সহজে ভুয়ো পরিচয়পত্র তৈরি করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রশাসনের নজরদারি আরও জোরদার না হলে এই ধরনের ঘটনা যে বারবার ঘটবে, তা বলার অপেক্ষা রাখে না।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন