Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

দুই ব্যাটসম্যান ম্যাচ জেতানোর দায়িত্ব দেওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের টেনশন কমল

 

Champions-Trophy

সমকালীন প্রতিবেদন : বিগত কয়েকমাস ধরেই সমস্যায় ছিল টিম ইন্ডিয়া। একের পর এক সিরিজে হারের ধাক্কা জর্জরিত করে তুলেছিল গোটা টিম ম্যানেজমেন্টকে। কিন্তু নতুন বছরে সেই ধাক্কা কিছুটা সামলে উঠেছে ভারত। তাই এই ফর্ম বজায় রেখে ফের একবার আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছে ভারত। 

২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর অভিযান শুরু করবে ভারতীয় দল। মেগা টুর্নামেন্টের আগে ইংল্যান্ডকে ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশ করে আত্মবিশ্বাসে ভরপুর ভারতীয় দল। সেই সঙ্গে দলের দুই তারকার ফর্মে ফেরা স্বস্তি দিয়েছে ভারতীয় দলকে। তাই আপাতত ফুরফুরে মেজাজে রয়েছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। 

ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে ভারতীয় দলের সবথেকে দুই অভিজ্ঞ মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার ফর্ম নিয়ে ছিল চিন্তা। কিন্তু রোহিত একটি শতরান ও বিরাট শেষ ম্যাচে অর্ধশতরান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। অন্যান্য প্লেয়াররা রান পেলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাফল্য অনেকাংশে নির্ভর করবে রোহিত-বিরাটের ফর্মের উপর। 

অতীতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন পারফরম্যান্স এই জুটির, তা দেখে নেওয়া যাক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি ১৩টি ম্যাচের ১২টি ইনিংসে ৮৮.১৬ গড়ে মোট ৫২৯ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ৯২.৩২। ছয়টি ইনিংসে তিনি নট আউট ছিলেন। এই প্রতিযোগিতায় কোহলির সর্বোচ্চ স্কোর ৯৬। 

অপরদিকে, ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মার ব্যাটও কিন্তু কথা বলে এই প্রতিযোগিতায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১০ ম্যাচ খেলে 'হিটম্যান' ৫৩.৪৪ গড় ও ৮২.৫০ স্ট্রাইক রেটে মোট ৪৮১ রান করেছেন। সর্বোচ্চ ১২৩ রান। ফলে রোহিত ও কোহলির অতীত ফর্ম কিন্তু তাঁদের পক্ষে রয়েছে। অর্থাৎ, এই দুই মহাতারকার ব্যাট ফেটে কথা বলতে শুরু করেছে। 

তাই তাঁদের অফ-ফরম নিয়ে চিন্তা দূর হয়েছে কোচ থেকে টিম ম্যানেজমেন্ট সকলের। এদিকে, দীর্ঘ আট বছর পর ফিরছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সময় অনেক বদলে গিয়েছে। কিন্তু তাতেও ভারতের জয়ের আশা বিন্দুমাত্র ক্ষীণ হয়নি। তবে এই টুর্নামেন্টে রোহিত শর্মা এবং বিরাট কোহলি তাঁদের চির পরিচিত পুরনো ফর্ম ধরে রাখতে পারেন কিনা, সেটাই এখন দেখার।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন