Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

বিসিসিআইয়ের রাজকীয় উপহার পেলেন ভারতের বিশ্বজয়ী ক্রিকেটাররা

 

Champion-ring-gift

সমকালীন প্রতিবেদন : টি-২০ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস এখনও তাজা ভারতীয় ক্রিকেট মহলে। ছয় মাস পেরিয়ে গেলেও ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে গেঁথে আছে সেই ঐতিহাসিক মুহূর্ত। সেই গর্বের স্মৃতি চিরস্থায়ী করতে বিসিসিআই এবার ভারতীয় ক্রিকেটারদের দিল এক রাজকীয় উপহার—বিশেষ ‘চ্যাম্পিয়ন রিং’। 

প্রথমবারের মতো ভারতীয় ক্রিকেট ইতিহাসে এই ধরনের সম্মান জানানো হলো, যা বিশ্বজয়ী তারকাদের মনে করিয়ে দেবে তাঁদের ঐতিহাসিক সাফল্যের কথা। সম্প্রতি মুম্বইয়ে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে উপহার দেওয়া হয় এই বিশেষ ‘চ্যাম্পিয়ন রিং’। 

রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ-সহ প্রতিটি ক্রিকেটার পেয়েছেন এই মূল্যবান আংটি। সোনায় মোড়া এই আংটিতে বসানো হয়েছে হীরা, যা ভারতীয় ক্রিকেটের ঐতিহ্য আর গর্বের প্রতীক হয়ে থাকবে। আংটির উপর খোদাই করা হয়েছে ভারতের জাতীয় প্রতীক ‘অশোক চক্র’। 

শুধু তাই নয়, এতে প্রতিটি খেলোয়াড়ের নাম ও তাঁদের জার্সি নম্বর লেখা রয়েছে। এক কথায়, এই রিং কেবল অলংকার নয়, বরং বিশ্বজয়ের অবিস্মরণীয় স্মৃতিকে হৃদয়ে ধরে রাখার এক বিশেষ প্রতীক। বিশ্ব ক্রীড়াজগতে বিজয়ীদের সম্মান জানাতে এf ধরনের রিং দেওয়ার প্রচলন রয়েছে আমেরিকার এনবিএ ও এনএফএল এ ‌তে। 

ফুটবলে কিংবা বাস্কেটবলে বিশ্বচ্যাম্পিয়নরা এমন ‘ভিক্টরি রিং’ পান। কিন্তু ক্রিকেটে এমন কিছু আগে কখনও হয়নি। বিসিসিআই প্রথমবারের মতো এই অভিনব উদ্যোগ নিয়েছে, যা ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের ঐতিহ্যে পরিণত হতে পারে। এই অনুষ্ঠানে শুধু বিশ্বকাপজয়ী ক্রিকেটাররাই নয়, সম্মানিত হয়েছেন আরও কয়েকজন কিংবদন্তি। 

শচীন তেণ্ডুলকর, জসপ্রীত বুমরাহ, মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধানাকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ, সভাপতি রজার বিনি, সচিব দেবজিৎ সইকিয়া-সহ অন্যান্য বোর্ড সদস্যরা। বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার সামনে আরেকটি কঠিন চ্যালেঞ্জ—চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই প্রতিযোগিতার আগে বিশ্বজয়ের এই বিশেষ উপহার ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। 

বোর্ডের পক্ষ থেকেও মনে করা হচ্ছে, এই রিং শুধু সম্মানজনক পুরস্কার নয়, এটি ক্রিকেটারদের আরও একবার গর্বিত ও অনুপ্রাণিত করবে ভবিষ্যতের সাফল্যের জন্য। বিসিসিআইয়ের এই উদ্যোগ ক্রিকেটপ্রেমীদের কাছেও আবেগের মুহূর্ত হয়ে থাকবে। ভারতীয় ক্রিকেট কি এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই জয়ের ধারা বজায় রাখবে? বিশ্বজয়ের রিং হাতে, এবার নজর নতুন ইতিহাস গড়ার দিকে!‌









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন