Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা এখনও অনিশ্চিত বুমরাহর

 

Bumrah-uncertain-for-Champions-Trophy

সমকালীন প্রতিবেদন : ভারতীয় ক্রিকেট দলের জন্য এক বড় দুঃসংবাদ! দেশের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহ চোটের কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন। শুধু তাই নয়, তাঁর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনাও এখন অনিশ্চিত। ভারতীয় দলের এই তারকা পেসার না থাকায় ভারতের শক্তি অনেকটাই কমে গেল। 

সম্প্রতি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বুমরাহর চোট পরীক্ষা করা হয়। চিকিৎসকরা তাঁকে মাঠে ফেরার অনুমতি দেননি। যদিও প্রথমে মনে করা হয়েছিল, হয়তো তৃতীয় ম্যাচে তিনি ফিরতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত সেটাও সম্ভব হলো না। ফলে, ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচেই তিনি থাকছেন না।

বুমরাহর চোটের সূত্রপাত বর্ডার-গাভাসকর সিরিজের শেষ টেস্টে। প্রথম ইনিংসে পিঠে ব্যথা অনুভব করায় মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। সেই চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন তিনি। তবে ওডিআই সিরিজের জন্য তাঁকে ফিট ঘোষণা করা হয়নি। এর ফলে, ভারতীয় দলের শক্তি অনেকটাই কমে গেল। 

ইংল্যান্ড সিরিজে না থাকলেও বুমরাহর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা এখনও একেবারে শেষ হয়ে যায়নি। ১১ ফেব্রুয়ারি ভারতীয় দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। তার আগে পর্যন্ত কিছুটা সময় রয়েছে সুস্থ হয়ে ওঠার। তবে যদি তিনি পুরোপুরি ফিট না হন, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে ভারতকে।

বুমরাহর অনুপস্থিতি নিঃসন্দেহে ভারতের বোলিং আক্রমণে বড় শূন্যতা তৈরি করবে। ইংল্যান্ডের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে ভারতের জন্য কাজটা সহজ হবে না। তাঁর না থাকা ডেথ ওভারেও বড় প্রভাব ফেলবে, যেখানে তিনি ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য বোলার। 

তাছাড়া, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর না থাকাটা আরও বড় সমস্যা তৈরি করতে পারে। বড় টুর্নামেন্টের আগে ভারতের অন্যতম সেরা পেসারকে হারানো মানে বড় ধাক্কা। ভারতীয় বোর্ড ও ম্যানেজমেন্ট এখন বুমরাহর বিকল্প খুঁজতে ব্যস্ত। তবে তাঁর অভাব পূরণ করা সহজ হবে না। এখন দেখার বিষয়, ভারতীয় বোর্ড তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখে কি না। 

আর যদি রাখেও, তাহলে তিনি পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে পারবেন কি না। ক্রিকেটপ্রেমীরা চাইছেন, টিম ইন্ডিয়ার এই 'ডেথ ওভারের স্পেশালিস্ট' দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন। নইলে, বিশ্বমঞ্চে ভারতকে বড় সমস্যায় পড়তে হতে পারে!‌ তবে আশার কথা, দলে থাকছেন মহম্মদ শামী।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন