সমকালীন প্রতিবেদন : নির্মলার ছোঁয়ায় মধ্যবিত্ত কি পেল বাজেটে? প্রধানমন্ত্রী মোদি বললেন, "বাজেট খুব ভালো হয়েছে, সবাই আপনার প্রশংসা করছে"! আদতে এই বাজেট সাধারণ মানুষের জন্য কতটা ভালো হলো? কেন্দ্রীয় বাজেট ২০২৫ এ সস্তা হলো কি কি? জীবনদায়ী ওষুধ নিয়ে বড় চমক বাজেটে। বিনা পয়সায় বই। স্কুলে স্কুলে ইন্টারনেট। ডিজিটাল শিক্ষায় বড় ঘোষণা। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় যাদের, তাদের দিতে হবে না কোনো কর! বৈদ্যুতিক গাড়ি হতে পারে এবার আপনারও টার্গেট। 'মধ্যবিত্ত বরাবরই মোদীর হৃদয়ে, জিরো আয়কর নিয়ে শাহের বার্তা মোদীকে। কিন্তু ইউনিয়ন বাজেট থেকে আসল ফ্যাক্ট কি উঠে এলো? জানুন এই প্রতিবেদনে।
কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর অষ্টম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যেখানে স্বাস্থ্য খাতকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। ক্যান্সার ও অন্যান্য দুরারোগ্য রোগের জন্য চিকিৎসায় ব্যবহৃত একাধিক ওষুধের দাম কমতে চলেছে। ৩৬টি গুরুত্বপূর্ণ ওষুধের উপর থেকে কর তুলে নিয়েছে সরকার।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা জানিয়েছেন, তিনটি ওষুধকে সম্পূর্ণ শুল্কমুক্ত করা হচ্ছে। ফলে ক্যানসারের ওই সব ওষুধের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে। আমজনতার দৈনন্দিন ব্যবহারের একাধিক জিনিসের দামও কমতে পারে। দেশের তৈরি পোশাকের দাম কমল। জুতো, চামড়া শিল্পকে চাঙ্গা করতে "ফোকাস্ড স্কিম"। চামড়াজাত দ্রব্যের শুল্ক হ্রাস করা হয়েছে। সস্তা হবে জুতো, চামড়ার জ্যাকেট, বেল্ট, ব্যাগের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস। খেলনা তৈরিতে দেশকে গ্লোবাল হাব বানানোর উদ্যোগ।
মোবাইল ও গাড়ির লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড়ের ঘোষণা। কোবাল্ট পাউডার এবং লিথিয়াম-আয়ন ব্যাটারির বর্জ্য, স্ক্র্যাপ, জিঙ্ক এবং আরও ১২টি গুরুত্বপূর্ণ খনিজের উপর মূল কাস্টমস শুল্ক থেকে প্রাথমিক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। বৈদ্যুতিন জিনিসে শুল্ক কমানো হয়েছে। তার ফলে সস্তা হবে এলইডি এবং এলসিডি টিভি। মোবাইলের যন্ত্রাংশে শুল্ক কমায় দাম কমবে মুঠোফোনের। এই খবরে খুশি সাধারণ মানুষ।
ইলেকট্রনিক ব্যাটারির শুল্ক কমায় সস্তা হবে বৈদ্যুতিন গাড়ি। এছাড়াও ফ্রোজেন ফিশ অর্থাৎ বরফজাত মাছের দাম কমল। সামুদ্রিক (ফ্রোজেন) মাছ সহ একাধিক সিফুডের দামও কমবে। জাহাজ নির্মাণ শিল্পে প্রয়োজনীয় জিনিসপত্রের, অন্যান্য মেরিন প্রডাক্টেরও দাম কমছে। তবে বাজেটের ঘোষণার পরে বাড়তে পারে টিভি এবং মোবাইলের স্ক্রিনের দাম। ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লেতে বেসিক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
এবার দেখা যাক, বাজেটে শিক্ষাক্ষেত্রে কী কী পাওয়া গেল? অর্থমন্ত্রীর ঘোষণা, ভারতনেট প্রকল্পের অধীনে গ্রামীণ এলাকায় স্কুল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে আরও সুবিধার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। দেশের প্রতিটি সরকারি স্কুলে মাধ্যমিক পর্যায়ে ইন্টারনেট ব্যবস্থা চালু করছে সরকার। এর ফলে পড়ুয়ারা ব্রডব্যান্ড ব্যবহার করে পড়াশোনা করতে পারবে।
আগামী পাঁচ বছরে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান এবং উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য ৫০ হাজার অটল টিঙ্কারিং ল্যাব তৈরি করা হবে। পাশাপাশি নিজস্ব ভাষায় বিভিন্ন বিষয় পড়া এবং বোঝার জন্য স্কুল-কলেজে ভারতীয় ভাষাপুস্তক প্রকল্প চালু করা হবে। মেডিকেল কলেজগুলোতে ডাক্তারি আসন বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে গবেষণার জন্য ভারতে সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করা হবে।
তাছাড়াও, বাজেটে এদিন আরও একটা বিষয় যে নজর কেড়েছে সেটা হল আয়কর। আগে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হত না। এবার সেই সীমা বাড়িয়ে ১২ লক্ষ টাকা করা হল। অর্থাৎ ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না আয়কর। এছাড়া ক্ষুদ্র ব্যবসা, পর্যটন সহ বেশ কিছু সেক্টরে উৎসাহ যুগিয়েছে কেন্দ্র। এদিন বাজেটের শুরুতেই কৃষিক্ষেত্রের কথা উল্লেখ করেছেন নির্মলা সীতারামন। অর্থনীতির প্রথম ইঞ্জিন বলে উল্লেখ করেছেন তিনি। এমএসএমই-র ক্ষেত্রেও বিশেষ স্কিমের ঘোষণা করেছেন। বলাই বাহুল্য, বাজেটের প্রস্তাব অনুসারে এমন একাধিক পণ্যের দাম কমতে চলেছে, যা সাধারণ মানুষের অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু তারপরেও সবমিলিয়ে এই বাজেট মধ্যবিত্তের মুখের হাসি চওড়া করতে পারেনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন