Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

দেশের হয়ে আগুন ফর্মে ব্যাটিং করেছেন অভিষেক শর্মা

 

Abhishek-Sharma

সমকালীন প্রতিবেদন : পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে তাঁকে নিয়ে হাজারো প্রশ্ন ছিল। আদৌ নিজের জায়গা ধরে রাখতে পারবেন তো টি-টোয়েন্টি স্কোয়াডে, এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছিল। কারণ, নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে শতরানের পর থেকে আর রান আসেনি তাঁর ব্যাট থেকে। কিন্তু তিনি যে নেহাতই ভারতীয় ক্রিকেটে সামান্য কিছুদিনের জন্য আসেননি, তার প্রমাণ অভিষেক শর্মা দিয়ে দিয়েছেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। 

৩৭ বলে ঝোড়ো শতরান। ৫৪ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস। যা সাজানো ছিল ১৩টি ছক্কা ও ৭টি বাউন্ডারিতে। আইপিএলে আগামী মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতেই দেখা যাবে অভিষেককে। সেখানে তিনি কত টাকা করে পাবেন, জানেন? ২০২৪ আইপিএলে ৪৮৪ রান নিজের নামের পাশে যোগ করেছিলেন অভিষেক। দুশোর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন তিনি। 

গোটা টুর্নামেন্টে মোট ৪২টি ছক্কাও হাঁকিয়েছিলেন। মুম্বইয়ে শতরান হাঁকানোর পর রোহিত শর্মার পরই ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম শতরান করার নজির গড়েন। ২৪ বছরের তরুণ ওপেনার সানরাইজার্সের জার্সিতে ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে নামেন। গত মরশুমে সব ফ্র্যাঞ্চাইজির কাছেই এই জুটি এক আতঙ্কের নাম ছিল। 

আগামী মরশুমেও ছবিটা একই থাকবে। ২০২৫ আইপিএলের জন্য অভিষেক শর্মা ১৪ কোটি টাকা পাবেন। গত মরশুমে যে অঙ্কটা ছিল ৬.৫০ কোটি টাকা। উল্লেখ্য, ২০২২ আইপিএলের আগে অভিষেককে রিটেন করে সানরাইজার্স। 

রবিবার ম্যাচের পর অভিষেক বলেন, ''দিনটা আমার ছিল, এটা বুঝতে পারছি। আজ আশা করি যুবরাজ সিংহ আমার ইনিংস দেখে খুশি হবেন। উনি বরাবর চাইতেন যে আমি যেন টি-টোয়েন্টি ম্যাচে প্রথম ১৫ ওভার ক্রিজে থাকতে পারি ওপেনে নেমে। তিনি বিশ্বাস রেখেছিলেন যে, তাহলেই রান আসবে আমার ব্যাটে। কারণ বড় শট খেলার ক্ষমতা রাখি আমি। আর এই বিষয়টাই গৌতম গম্ভীর চেয়েছেন সবসময়। আজ সুযোগটা কাজে লাগাতে পেরে খুব খুশি আমি।'' 

কোচ ও অধিনায়ক যেভাবে তাঁকে বরাবর সমর্থন জুগিয়ে গিয়েছেন, সে প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, ''প্রথম দিন থেকে আমার পাশে ছিল সূর্যকুমার ভাই ও গৌতম গম্ভীর কোচ। তাঁরা বারবার আমাকে ভরসা দেওয়ার চেষ্টা করেছেন। আমার স্বাধীন খেলাটাই খেলতে বলেছেন।" তাই এবার যে তিনি আইপিএল-এও ধামাকা করবেন, তা বলার অপেক্ষা রাখেনা। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন