সমকালীন প্রতিবেদন : চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে থাকছেন না জসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়া হারিয়েছে প্যাট কামিন্স, জস হেজলউড ও মিচেল স্টার্ককে। দক্ষিণ আফ্রিকার গতি তারকা অনরিখ নোখিয়েও নেই। নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ও বেন সিয়ার্সও নাম তুলেছেন অনুপস্থিতির তালিকায়। উপমহাদেশের পিচে স্পিনারদের আধিপত্য বেশি হলেও দলের মূল পেসাররা না থাকায় বড় ধাক্কা খেতে চলেছে প্রতিটি দল। বিশেষত, অস্ট্রেলিয়া ও ভারতের মতো শক্তিশালী দলও সমস্যায় পড়তে চলেছে।
এ বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহিতে। ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হয়ে মার্চের ৯ তারিখ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। অথচ, মার্চের শেষ দিকেই শুরু হবে আইপিএল! টুর্নামেন্টের কথা মাথায় রেখে কি নিজেদের নিরাপদ রাখতে চাইছেন পেসাররা? অস্ট্রেলিয়ার হয়ে তিন তারকা পেসারই একসঙ্গে না থাকায় দলটি মারাত্মক দুর্বল হয়ে পড়েছে। ভারতও বুমরাহহীন অবস্থায় বেশ চাপের মুখে।
তবে সবচেয়ে বড় প্রশ্ন— এত পেসার কি সত্যিই চোটের কারণে খেলতে পারছেন না, নাকি বড় ফ্র্যাঞ্চাইজি লিগের কথা ভেবে ঝুঁকি নিচ্ছেন না? মিচেল স্টার্ক যেমন নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন, কিন্তু তাঁর সরে যাওয়া নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। বুমরাহর চোট বেশ কিছুদিন ধরেই ভারতীয় ক্রিকেট মহলে আলোচনার বিষয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন চোট পান তিনি।
পাঁচ সপ্তাহ বিশ্রামের পরও বোর্ড নিশ্চিত করতে পারেনি তিনি সম্পূর্ণ সুস্থ কি না। অথচ, বিশ্বকাপে মহম্মদ শামিকে চোট নিয়েও খেলতে দেখা গিয়েছিল। তাহলে বুমরাহর ক্ষেত্রে সেই ঝুঁকি নেওয়া হল না কেন? বোর্ডের একাংশ মনে করছে, বুমরাহকে নিয়ে বড় কোনো ঝুঁকি নিতে চায় না বিসিসিআই। আইপিএলে তাঁকে সম্পূর্ণ ফিট রাখতে চান নির্বাচকরা।
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপও আছে, তাই তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না দল। কিন্তু প্রশ্ন উঠছে, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে এতজন পেসার চোট পেলেন কেন? ক্রিকেটপ্রেমীদের মনে উঠছে একটাই প্রশ্ন—এ কি শুধুই কাকতালীয়? প্রাক্তন ক্রিকেটার ঋদ্ধিমান সাহা সরাসরি বলেছেন, "এই ভারতীয় দল পুরো শক্তি নিয়ে নামছে না।"
ক্রিকেট বিশ্লেষকদের মতে, বড় ফ্র্যাঞ্চাইজি লিগের দিকে বেশি ঝোঁকার কারণেই আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর গুরুত্ব কমে যাচ্ছে। তাহলে কি সত্যিই আইপিএলের কথা ভেবে নিজেদের সরিয়ে নিচ্ছেন পেসাররা? চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চে না খেলেও পরে কোটি টাকার লিগে দেখা যাবে এই তারকাদের? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটবিশ্বে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন