সমকালীন প্রতিবেদন : রবিবার দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ২টি ক্যাচ ধরেন বিরাট কোহলি। সেই সুবাদে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে উইকেটকিপার ছাড়া সব থেকে বেশি ক্যাচ ধরার রেকর্ড গড়েন তিনি। বিরাট ওয়ান ডে ক্রিকেটে এই নিয়ে মোট ১৫৮টি ক্যাচ ধরেন। তিনি পিছনে ফেলে দেন মহম্মদ আজহারউদ্দিনকে।
সার্বিকভাবে বিশ্বের সব ফিল্ডারদের মধ্যে ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি ক্যাচ ধরার নিরিখে তিন নম্বরে উঠে এসেছেন কোহলি। তাঁর সামনে রয়েছেন কেবল শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। এছাড়াও, রবিবার পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বের তৃতীয় তথা দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলস্টোন টপকে গেলেন কোহলি।
তিনি ভেঙে দেন সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড। সচিন ৩৫০ ইনিংসে ব্যাট করে ১৪ হাজার রানে পৌঁছেছিলেন। কোহলি ২৮৭টি ইনিংসে ব্যাট করে এই কৃতিত্ব অর্জন করেন। এদিকে আবার কোহলি টেস্ট, ওয়ান ডে ও টি-২০, তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি রান করা ব্যাটারদের তালিকায় রিকি পন্টিংকে টপকে গেলেন।
তিনি উঠে এলেন সার্বিক তালিকার তিন নম্বরে। তাঁর আগে রয়েছেন সচিন তেন্ডুলকর এবং কুমার সাঙ্গাকারা। এছাড়াও, বিশ্বের সব ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি বয়সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতরান করার রেকর্ড গড়লেন বিরাট। দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করার দিনে কোহলির বয়স ছিল ৩৬ বছর ১১০ দিন।
তিনি ভেঙে দেন কুমার সাঙ্গাকারার রেকর্ড। সাঙ্গাকারা ২০১৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতরান করেন ৩৫ বছর ২২৯ দিন বয়সে। এছাড়াও, বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্টে ৫ বার প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেন কোহলি। আর কোনও ক্রিকেটার আইসিসি ইভেন্টে কোনও একটি দলের বিরুদ্ধে ৩ বারের বেশি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেননি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন