সমকালীন প্রতিবেদন : টি-২০ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর কার্যত একসঙ্গে আন্তর্জাতিক মঞ্চে ক্রিকেটের এই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন ত্রয়ী। চ্যাম্পিয়ন্স ট্রফির পরেও কি সেরকম কোনও মুহূর্ত অপেক্ষা করে রয়েছে বিশ্বের আপামর ক্রিকেটপ্রেমীদের জন্য? এই প্রশ্নকে ঘিরে বাড়ছে জল্পনা। সত্যিই এমন কিছু ঘটলে মন খারাপ হয়ে যেতে পারে ক্রিকেটপ্রেমীদের। হবে না-ই বা কেন? তিনজনই যে বিশ্ব ক্রিকেটের সুপারস্টার। একজন তো আবার সর্বকালের সেরাদের দৌড়ে।
চ্যাম্পিয়ন্স ট্রফির পরই কি ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানাবেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাডেজা? এই সম্ভাবনা নিয়ে একটু বিস্তারে আলোচনা করা যাক। সম্প্রতি, এই জল্পনা উস্কে দিয়েছেন ভারতেরই প্রাক্তন ক্রিকেটার। জানিয়ে দিলেন, ওয়ান ডে ক্রিকেট থেকে ত্রয়ী অবসর ঘোষণা করলে তিনি অন্তত অবাক হবেন না।
২০২৭ সালে পরের ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত যে তিন তারকা অপেক্ষা নাও করতে পারেন, সেটাও জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেছেন, 'মন খুব খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি যে, এরকম সম্ভাবনা রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর পরবর্তী আইসিসি ইভেন্ট হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে আমরা পৌঁছতে পারিনি।'
'তাই সেই ম্যাচে কোহলি, রোহিত বা জডেজার খেলার কোনও সম্ভাবনাই নেই। পরের আইসিসি প্রতিযোগিতা হল আগামী বছরের টি-২০ বিশ্বকাপ। এই তিনজন আগেই আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছে।' আকাশ আরও বলেছেন, 'তারপর ২০২৭ সালে ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে। সেটা এখনও ঢের দেরি। তখন বিশ্ব অনেক পাল্টে যাবে। '
'আমার মনে হয় এই তিন ক্রিকেটারও উপলব্ধি করবে যে, এই টুর্নামেন্টেই ওদের শেষ আইসিসি টুর্নামেন্ট হতে পারে। তাই এটা ভীষণ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ওদের কাছে। হয়তো আমরা কখনও বলতে পারি না এটাই শেষ। হয়তো আরও খেলবে। হয়তো রোহিত, বিরাট ও জাডেজা পরের বিশ্বকাপেও খেলবে।'
এরপর আকাশ বলেছেন, 'ওরা পরের বিশ্বকাপ খেলবে কি না সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হল ভারতীয় দল ওদের ছাড়া কেমন খেলবে? প্রশ্নটা হল ভারতীয় দলের ওদের প্রয়োজন আছে কি না বা সেই সময় হাতে ওদের যোগ্য বিকল্প থাকবে কি না? উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে সেভাবেই এগনো উচিত। তাই আমার মনে হয় এটাই রোহিত, জাডেজা ও কোহলির শেষ আইসিসি ইভেন্ট হতে পারে।' তবে আদতে কী হবে, তা বলবে সময়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন