সমকালীন প্রতিবেদন : আগামী বছর অর্থাৎ, ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ হবে ভারতে। সেই প্রতিযোগিতার জন্য চারটি দেশকে তাদের লিগের দিন বদলাতে হবে। তালিকায় রয়েছে পাকিস্তান, বাংলাদেশ। তবে আইপিএল নির্দিষ্ট সময়েই হবে। জানা গিয়েছে, ২০২৬ সালে ১০ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ৮ মার্চ পর্যন্ত।
এই বিষয়ে সরকারি ঘোষণা না হলেও সেই সময়ই বিশ্বকাপ হওয়ার কথা। সেই সময় চারটি দেশে টি-টোয়েন্টি লিগ চলে। দক্ষিণ আফ্রিকা, দুবাই, পাকিস্তান ও বাংলাদেশ। সেই চারটি লিগকে তাদের সময় বদলাতে হবে বলে জানা গিয়েছে। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, তাদের লিগ আগামী মরসুমে ২৬ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে।
দুবাইয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি শুরু হতে পারে ৪ জানুয়ারি। ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে সেই প্রতিযোগিতা। ফলে দু’টি লিগের ক্ষেত্রে কোনও সমস্যা নেই। প্রতি বছর ফেব্রুয়ারি-মার্চ মাসেই হয় পাকিস্তান সুপার লিগ। তবে এই বছর সেখানে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে।
ফলে এবার পাকিস্তান সুপার লিগ হবে ৮ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত। আগামী মরসুমেও সেই পথেই যেতে হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। এই মরসুমে ৩০ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। কিন্তু আগামী মরসুমে সেই সময় আন্তর্জাতিক টি-টোয়েন্টি হওয়ায় বিশ্বকাপের আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ হওয়ার সম্ভাবনা কম।
তেমনটা হলে বিদেশি ক্রিকেটার পেতে সমস্যা হবে। তাই পাকিস্তানের মতো বাংলাদেশের লিগও বিশ্বকাপের পরে হতে পারে। তবে আইপিএলের আয়োজনে কোনও সমস্যা হওয়ার কথা নয়। প্রতি মরসুমে মার্চ মাসের শেষ দিকে আইপিএল শুরু হয়।
এবারও তা শুরু হবে ২১ মার্চ থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরে। জানা গিয়েছে, আইপিএলের কারণেই ফেব্রুয়ারি মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করতে চাইছে ভারতীয় বোর্ড। সেই কারণে জায়গা ছাড়তে হতে পারে চারটি দেশের লিগকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন