সমকালীন প্রতিবেদন : টি-২০-র পর জনপ্রিয়তা পাচ্ছে ১০০ বলের ক্রিকেট। আর ইংল্যান্ডের এই ক্রিকেট লিগ -দ্য হান্ড্রেড-এ বিনিয়োগ করছেন ভারতের শিল্পপতিরা। আইপিএলের তিনটি দলের মালিকেরা ইংল্যান্ডের ক্রিকেট লিগে তিনটি দল কিনেছেন। ৩ হাজার কোটি টাকার বেশি খরচ করেছেন তাঁরা।
মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনউ সুপার জায়ান্টস ইংল্যান্ডের ক্রিকেট লিগে খরচ করেছে। এর মধ্যে মুম্বই এবং লখনউয়ের মালিকেরা আংশিক দল কিনেছেন। হায়দ্রাবাদের মালিক দ্য হান্ড্রেডে একটি দলের সম্পূর্ণ মালিকানা নিয়েছেন। আইপিএলের দলগুলি কত টাকা খরচ করেছে?
তালিকায় রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ওভাল ইনভিন্সিবল দলের ৪৯ শতাংশ মালিকানা কিনেছে মুম্বইয়ের মালিক আম্বানীরা। প্রায় ৬৫৩ কোটি টাকা খরচ হয়েছে তাঁদের। আইপিএলের জন্ম থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের মালিক আম্বানীরা। তাঁরা দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ এবং মেজর লিগ ক্রিকেটেও দল কিনেছে।
মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবার আইপিএল জিতেছে। উইমেন্স প্রিমিয়ার লিগেও দল রয়েছে আম্বানীদের। প্রথম মেয়েদের আইপিএল জিতেছিল তাঁরাই। তালিকার পরবর্তী নাম সানরাইজার্স হায়দ্রাবাদ। নর্দান সুপারচার্জার্স দলটি কিনে নিয়েছে হায়দ্রাবাদের মালিক কালান্তি মারান। তাঁরা ১০৮৯ কোটি টাকা খরচ করেছেন।
মারানদেরও দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে দল আছে। ২০১৩ সালে আইপিএল জিতেছিলেন তাঁরা। দক্ষিণ আফ্রিকা লিগেও তাঁদের দল ট্রফি জিতেছিল। এবার নজর দ্য হান্ড্রেডে। এই তালিকার তৃতীয় দলটি হল লখনউ সুপার জায়ান্টস। দ্য হান্ড্রেডে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের ৪৯ শতাংশ কিনে নিয়েছেন সঞ্জীব গোয়েন্কা। আইপিএলে লখনউ দলের মালিক তিনি।
ম্যাঞ্চেস্টারের ক্রিকেট দলটি কিনতে ১২৬০ কোটি টাকা খরচ করেছেন গোয়েন্কা। লন্ডন স্পিরিট দলটি কেনার চেষ্টা করেছিলেন তিনি। ব্যর্থ হয়ে ম্যাঞ্চেস্টার কেনেন। ২০২২ সালে আইপিএলের দল কিনেছিলেন গোয়েন্কা। এবারের নিলামে ঋষভ পন্থকে ২৭ কোটি টাকা দিয়ে দলে নিয়েছেন তাঁরা। আইপিএলের ইতিহাসে এত টাকা কোনও ক্রিকেটার পাননি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন