Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

ধোনির পর এবার আসছে যুবরাজ সিংয়ের বায়োপিক

 

Yuvraj-Singh-biopic

সমকালীন প্রতিবেদন : ক্রিকেটারদের জীবন নিয়ে বায়োপিক তৈরি এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বলিউডে বেশ কিছু ক্রিকেটারের বায়োপিক ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কপিল দেব, ধোনি সহ আরও অনেকের বায়োপিক। অনেক ক্রিকেটারের জীবনকাহিনী রুপোলি পর্দায় উঠে এসেছে, যা দর্শকদের মন জয় করেছে। 

এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরেক ক্রিকেট কিংবদন্তি যুবরাজ সিং-এর নাম। যুবরাজ সিং, যিনি ক্রিকেট ময়দানে ছয় বলে ছয় ছক্কা হাকিয়েছেন এবং মাঠের বাইরে ক্যানসারকে জয় করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন, এবার তাঁর জীবনকাহিনী পর্দায় তুলে ধরা হবে। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভূষণ কুমার এবং রবি ভাগচন্দোকা।

যদিও এই বায়োপিকের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে 'টি-সিরিজ' একটি পোস্টে 'সিক্স সিক্সেজ' হ্যাশট্যাগ ব্যবহার করায় অনেকেই মনে করছেন, এটাই হতে পারে ছবির সম্ভাব্য নাম। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, যুবরাজের চরিত্রে অভিনয় করবেন কে? এই নিয়ে নেটপাড়ায় চলছে তুমুল আলোচনা। 

অনেকেই মনে করছেন, এই চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীকে। সম্প্রতি, এক অনুরাগীর প্রশ্নে সিদ্ধান্ত নিজেই তাঁর স্বপ্নের চরিত্র হিসেবে যুবরাজ সিং-এর একটি ছবি শেয়ার করেন। এই ঘটনায় জল্পনা আরও বেড়ে যায়। যুবরাজ সিং নিজেও ২০২০ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, যদি তার জীবনের বায়োপিক হয়, তবে তিনি সিদ্ধান্ত চতুর্বেদীকে নিজের চরিত্রে দেখতে চান। 

তার কথায়, 'আমি মজার ছলে প্রথমে নিজের নাম বলেছিলাম, তবে সত্যি বলতে চাই, সিদ্ধান্তকে আমার চরিত্রে দেখতে চাই।' যুবরাজ সিংয়ের বায়োপিক নিয়ে ভক্তদের প্রত্যাশা আরও বেড়ে গেছে। কারণ সিদ্ধান্ত চতুর্বেদী গল্লি বয়’ এবং ‘মুজে সহি কর’-এ অসাধারণ অভিনয় দেখিয়েছেন। 

যুবরাজ সিংয়ের চরিত্রে তার অভিনয় কেমন হবে, তা নিয়ে সকলেই উত্তেজিত। তবে নির্মাতাদের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তাই কে শেষমেষ পর্দার যুবরাজ হবেন, এখন সেটাই দেখার। সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন