সমকালীন প্রতিবেদন : অস্ট্রেলিয়া সফরে চরম ব্যর্থ বিরাট কোহলি। পাঁচ টেস্টের নয় ইনিংসে তাঁর রান সংখ্যা মাত্র ১৯০। গড় ২৩.৭৫। বছর ৩৬-এর তারকা এই অন্ধকার অধ্যায়কে পিছনে ফেলে লাল বলের খেলায় আদৌ সেরাদের তালিকায় ফিরতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ইতিমধ্যেই। কোণঠাসা কোহলির পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে এখন ক্রিকেটদুনিয়া।
আসলে ২০১২ সালে শেষবার ভারতে রঞ্জি ট্রফি খেলেছেন বিরাট কোহলি। ঘরোয়া ক্রিকেট থেকে এই দীর্ঘ অনুপস্থিতিই টেস্টে তাঁর ফর্মের গ্রাফকে নীচের দিকে ঠেলে দিয়েছে, মত একাধিক বিশেষজ্ঞের। তাই এবার টেকনিক ঘষেমেজে নেওয়ার জন্য তিনি ফিরছেন সেই ঘরোয়া ক্রিকেটেই। দেশে নয়, ইংল্যান্ডের মাঠে ঘরোয়া ক্রিকেট খেলতে চলেছেন বিরাট কোহলি। একটি রিপোর্টে এমনই দাবী করেছে এক সংবাদসংস্থা।
অস্ট্রেলিয়া সফরের পরে লাল বলের ফর্ম্যাট থেকে দীর্ঘ বিরতি রয়েছে টিম ইন্ডিয়ার। পরবর্তী ম্যাচ সেই জুন মাসে। ইংল্যান্ড সফরে যাবে দল। বর্ডার-গাভাস্কার ট্রফির ব্যর্থতার পুনরাবৃত্তি যাতে ইংল্যান্ডের মাঠে না হয়, তা নিশ্চিত করার জন্য সেখানের প্রথম শ্রেণির টুর্নামেন্ট কাউন্টি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেন বিরাট। এই নিয়ে কোনো তথ্য সামনে আনেন নি মহাতারকা।
তবে সূত্রের খবর, আইপিএল শেষ হলেই ইংল্যান্ডে উড়ে যাবেন কোহলি। খেলবেন বেশ কয়েকটি ম্যাচ। এর আগে সারে’র সাথে চুক্তি করলেও ঘাড়ে চোটের কারণে শেষমেশ কাউন্টি খেলা হয় নি বিরাটের। এবার কোন দলের হয়ে তিনি মাঠে নামেন, সেদিকে থাকবে নজর। সাম্প্রতিককালে একঝাঁক ভারতীয় ক্রিকেটারকে দেখা গিয়েছে কাউন্টি ক্রিকেট খেলতে। সাসেক্সের হয়ে বেশ কয়েকটি মরসুমে মাঠে নেমেছেন চেতেশ্বর পূজারা।
কয়েক মাস আগেই লেস্টারশায়ারের জার্সিতে সাদা ও লাল বলের ফর্ম্যাটে ভালো পারফর্ম করেছেন অজিঙ্কা রাহানেও। এছাড়া, ইংল্যান্ডের মাঠে ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা গিয়েছে যুজবেন্দ্র চাহাল, পৃথ্বী শ-কে। দু’জনেই খেলেছেন নর্দাম্পটনশায়ারের হয়ে। গাভাস্কার, রবি শাস্ত্রী থেকে শচীন, সৌরভ বা রাহুল দ্রাবিড়ের কিংবদন্তিরাও বিভিন্ন সময়ে খেলেছেন কাউটি। এবার কি বিরাটও সেই তালিকায় নাম লেখালেন? প্রশ্নটা আরও জোরালো হচ্ছে দিন দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন