সমকালীন প্রতিবেদন : ভারতীয় ক্রিকেটের জন্য এখন একটা বেশ কঠিন সময় চলছে। অস্ট্রেলিয়ার পার্থে প্রথম টেস্টে দুর্দান্ত জয়ের পর টিম ইন্ডিয়ার ভাগ্যবদল হয়েছে। একের পর এক টেস্টে পরাজয়ের ধাক্কায় সিরিজে পিছিয়ে পড়েছে রোহিত শর্মার দল। ব্রিসবেনে ড্র হওয়া টেস্টও বৃষ্টির দয়ায় রক্ষা পেয়েছে। এই ব্যর্থতার দায় নিয়ে চাপে রয়েছেন দলের দুই সিনিয়র ব্যাটসম্যান রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুজনেই ছন্দহীন, যদিও কোহলি সিরিজে একটি সেঞ্চুরি করেছেন।
রোহিতের অবস্থা আরও খারাপ। পুরো সিরিজে তাঁর সর্বোচ্চ রান মাত্র ১০! এই অবস্থায় রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে। এমনকি, প্রথম একাদশেও তাঁর জায়গা হারানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে ইংল্যান্ড সফরের আগে নতুন বিকল্প খুঁজতে পরামর্শ দিয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কার। তাঁর মতে, দলে সুযোগ দেওয়া উচিত কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে।
গাভাস্কারের বক্তব্য, “ইংল্যান্ড সফরের কথা মাথায় রেখে এখন থেকেই ভেঙ্কটেশ আইয়ারের উপর নজর দেওয়া উচিত। বাঁহাতি ব্যাটার হিসেবে তাঁর দক্ষতার পাশাপাশি তিনি মিডিয়াম পেস বলও করতে পারেন। ওর অভিজ্ঞতা এবং প্রতিভা জাতীয় দলে বড় সম্পদ হতে পারে।” আইপিএল ২০২৪ মরশুমে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার।
গোটা মরশুমে ধারাবাহিক পারফরম্যান্স করে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি। এর আগে ভারতীয় দলের হয়ে দু’টি ওয়ানডে এবং ৯টি টি-২০ খেলেছেন ভেঙ্কটেশ। পাশাপাশি, ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলে ইংল্যান্ডের পরিবেশ সম্পর্কে ভালো ধারণা তৈরি করেছেন। তাই গাভাস্কারের মতে, ভেঙ্কটেশের অভিজ্ঞতা এবং দক্ষতা ইংল্যান্ড সফরের চ্যালেঞ্জিং কন্ডিশনে ভারতের জন্য কার্যকর হতে পারে।
ভারতীয় নির্বাচকদের তিনি পরামর্শ দিয়েছেন, ভেঙ্কটেশ আইয়ারের প্রতি বিশ্বাস রেখে তাঁকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার। এখন দেখার বিষয়, গাভাস্কারের এই পরামর্শ টিম ম্যানেজমেন্ট কতটা গুরুত্ব দেয় এবং ভেঙ্কটেশ আইয়ারের কেরিয়ার নতুন মোড় পায় কিনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন